ভালো আছি,ভালো নেই

ভালো আছি,ভালো নেই

অ্যারিন মুমিন

এইতো  দিব্যি আছি,

বুক মাঝারে সোনাইগাছি।

আমি বেচারা আবেগ প্রবণ,

মন্দ কথা হয় না শ্রবণ। 

 

প্রেম,একাকিত্ব দিচ্ছে ডাক,

আমি বাবুর্চি করছি পাক।

যা কিছু করেছি অর্জন,

দুইভাগ তার স্বচ্ছ হলে –

বাকিটুকু যে গর্জন।

 

ভাবছি বসে আকাশপাতাল, 

ইচ্ছে হলেই দিবো উড়াল।

যত বিষাদ এ জীবন জুড়ে-

পাঠিয়ে দেবো সব গগন ফুঁড়ে।

 

বিষাদ ঢেকে ভালো থাকা–

পথগুলো কেমন আঁকাবাকা! 

চলতে গিয়ে খেলে হোঁচট,

বুঝা যায় সব নিদারুণ কপট।

 

আমি বাপু!বুঝিনা কিছু,

ছুটে চলি আলোর পিছু।

পথিমধ্যে নামলে আঁধার, 

করবো সব একাই সাবাড়। 

 

এতো পেয়েও ফুরোয় না চাওয়া,

নিয়ে যাবে সব এক দমকা হাওয়া–

বেড়েই চলেছে হায় হাপিত্যেশ, 

বুঝে না কেউ-ই–

এক নিমিষেই সব হবে নিঃশেষ। 

 

জীবন বুঝি তবে নিছক ভ্রম-

তাহলে কি সব পণ্ডশ্রম?

ভালো আছি,ভালো নেই,

হারিয়ে ফেলেছি কথার খেই।

 

বদলগাছী, নওগাঁ। 

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
"আমার দেহখান নিও না শ্মশান" কার জন্য লেখা?

“আমার দেহখান নিও না শ্মশান” কার জন্য লেখা?

আশিক মাহমুদ রিয়াদ “এক দুঃস্বপ্নে ফুঁটেছে ভোর বিলীন হয়েছে নির্ঝর নক্ষত্র নিরবে! যে নক্ষত্রকে খুঁজে পাবে না কেউ গানের প্রতিটা ছন্দে!” “Odd Signeture” ব্যান্ডের ভোকালিস্ট/গিটারিস্ট ...
সিনেমা পর্যালোচনা- বসু পরিবার

সিনেমা পর্যালোচনা- বসু পরিবার

হুমায়রা বিনতে শাহরিয়ার  সুমন ঘোষ পরিচালিত “বসু পরিবার” একটি বাংলা চলচ্চিত্র। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জী এবং অপর্ণা সেন। এটি ১৮ বছর পর এই ...
দুটি প্রেমের কবিতা

দুটি প্রেমের কবিতা

আশিক মাহমুদ রিয়াদ আধার রাত্রির প্রার্থনা রাতের আধারে সব মিইয়ে গেছে! দেয়াল খসা, রংয়ের মতো। জীবন বেঁধে গেছে, বাস্তবতার শেকলে। তারা জীবন খুঁজেছে রাতের আধারে। ...
 ছড়া-খেলবো হেসে

 ছড়া-খেলবো হেসে

উজ্জ্বল মহান্ত     ট্রিং ব্রিং ছুটছে ফড়িং  শস্য খতের মাঠে। গালফুলিয়ে হেসে দুলে খেলতে যাই ঘাটে।   চিল উড়ে বিল ছেড়ে উড়ে আকাশে ঘুড়ি ...
সত্যের বাণী 

সত্যের বাণী 

মোঃফেরদাউস    আমার কলম সত্য লিখে     সত্য-ই তার বল। সত্য লিখে মরবো আমি   এটাই জীবন পণ। স্বপ্নে আমি মৃত্যু পুষি   মৃত্যু আমার সাথী। সত্য লিখে ...
ভারতে বর্ষা

ভারতে বর্ষা

শিবাশিস মুখোপাধ্যায় ভারতে বেশিরভাগ বর্ষার মরসুম জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে। সবচেয়ে আর্দ্রতম মাস জুন ও জুলাই। বৃষ্টি আগস্টে ধীর হতে শুরু করে এবং সেপ্টেম্বরে ...