অ্যারিন মুমিন
এইতো দিব্যি আছি,
বুক মাঝারে সোনাইগাছি।
আমি বেচারা আবেগ প্রবণ,
মন্দ কথা হয় না শ্রবণ।
প্রেম,একাকিত্ব দিচ্ছে ডাক,
আমি বাবুর্চি করছি পাক।
যা কিছু করেছি অর্জন,
দুইভাগ তার স্বচ্ছ হলে –
বাকিটুকু যে গর্জন।
ভাবছি বসে আকাশপাতাল,
ইচ্ছে হলেই দিবো উড়াল।
যত বিষাদ এ জীবন জুড়ে-
পাঠিয়ে দেবো সব গগন ফুঁড়ে।
বিষাদ ঢেকে ভালো থাকা–
পথগুলো কেমন আঁকাবাকা!
চলতে গিয়ে খেলে হোঁচট,
বুঝা যায় সব নিদারুণ কপট।
আমি বাপু!বুঝিনা কিছু,
ছুটে চলি আলোর পিছু।
পথিমধ্যে নামলে আঁধার,
করবো সব একাই সাবাড়।
এতো পেয়েও ফুরোয় না চাওয়া,
নিয়ে যাবে সব এক দমকা হাওয়া–
বেড়েই চলেছে হায় হাপিত্যেশ,
বুঝে না কেউ-ই–
এক নিমিষেই সব হবে নিঃশেষ।
জীবন বুঝি তবে নিছক ভ্রম-
তাহলে কি সব পণ্ডশ্রম?
ভালো আছি,ভালো নেই,
হারিয়ে ফেলেছি কথার খেই।
বদলগাছী, নওগাঁ।