সুদীপ কুমার চক্রবর্তী
বর্ষকালীন শোকপ্রস্তাবে এখন ভাষার লাভা উদগীরণ।
হারানো গল্পে কবিতায় ইতিহাসের আলোকলিখন।
সত্যিই কি এসব আমাদের ভাষার অস্মিতা – প্রাণঢালা ভালোবাসায় ! সন্দেহ হয়।
শহিদের শরীরে বিছানো স্বর্ণাক্ষর।
শব্দ চয়ন করে একে একে তাকে আমরা অলঙ্কার বানাই।
রক্তাক্ত ফাগুনে জেগে ওঠে গুচ্ছপলাশ।
একবিংশ শতাব্দীতে ভাষার ধারাভাষ্যে অনুযোগের ইস্তাহার।
ভাষাকে স্বাবলম্বী করে তুলতে
আমাদের আড়ষ্ট জিভে চাই উন্মুক্ত উচ্চারণ।
আরও নিবিড় অনুশীলন।
যেন গন্ধহীন কাগজের ফুলে না গাঁথা হয় বিনি সুতোর মালা !
সুদৃঢ় উচ্চারণে নতুন প্রজন্ম হোক আরও সুরেলা কাফেলা।