ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম
বাংলা ভাষায় কথা বলার
পেয়েছি স্বাধীনতা,
লাল-সবুজ পতাকা পেয়ে
ভেঙেছি পরাধীনতা।
যুদ্ধ করে পেয়েছি আমরা
নতুন এক দেশ,
বিশ্বের বুকে জন্ম নিয়েছে
সুন্দর এক দেশ,
এমন দেশে অবস্থান করে
আমরা আছি বেশ,
সৌন্দর্যে ভরা শষ্য শ্যামল
সোনার বাংলাদেশ।
ভাষায় জন্যই বীর বাঙালি
বুকের রক্ত দেন,
মুখের ভাষা প্রতিষ্ঠিত করে
তাঁরা শহীদ হন।
শহীদদের কথা করে স্মরণ
চোখের অশ্রু ঝরে,
ত্যাগের কথা পড়লেই মনে
হৃদয় যায় ভরে।
গৌরহাঙা, বিন্দুর মোড়, নিউমার্কেট রোড, রাজশাহী।