সেকেন্দার আলি সেখ
রাত গিয়েছে পাহাড় চূড়োয়
দিন এসেছে ফিরে
ফুল ফুটেছে ভোরের আলোয়
সারা বাগান ঘিরে
তাইতো মাঝি বৈঠা ঠেলে
বাইছে দাঁড় দূরে l
লাঙল কাঁধে বেরিয়ে পড়ে
গাজন তলীর চাষি
মাজছে বাসন বাবুর বাড়ি
পেট খোরাকির দাসী
ভোরের রোদে চলকে ওঠে
সদ্য ফোটা হাসি l
ভোরের মত ভোর এসেছে
শ্যামল সবুজ গ্রামে
আলোর খেলায় হাঁস-বলাকা
দিঘির জলে নামে
পাখ-পাখালির গানটা এখন
বাংলাদেশের গ্রামে l