ছাদির হুসাইন ছাদি
ভোর বিহানে পাখির গানে
নিত্য ভাঙে ঘুম,
জেগে ওঠে শিশু-কিশোর
প্রাণে খুশির ধুম।
মিষ্টি রোদের আলো দেখে
জুড়ায় দু’টি আঁখি,
সবুজ রাঙা গাছের ডালে
রঙবেরঙের পাখি।
লাঙ্গল কাঁধে কিষাণ বন্ধু
নিত্য সাজে মাঠে,
কলসি কাঙ্খে গাঁয়ের বধু
যাচ্ছে নদীর ঘাটে।
নদীর কূলে পাল তুলে যায়
রাঙা মাঝির ভেলা,
কি যে দারুণ দেখতে লাগে
ভোর বিহানের খেলা।