বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। যেখানে মেঘনা আর তেতুলিয়ার ঢেউয়ে গর্জে নতুন দিনের জয়গান, বঙ্গোপসাগরের তীর ঘেসা চরে লাল কাকড়া দেখায় নতুন দিনের সন্ধান। ভোলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ নয়, ভোলায় রয়েছে প্রাকৃতিক সম্পদের সুবিশাল ভান্ডার। নতুন বাংলাদেশ গড়তে হলে নিঃসন্দেহে সড়ক পথে ভোলাকে সংযুক্ত করতে হবে। এর জন্য প্রয়োজন একটি সেতু!