ভৌগলিক সীমানার ওপারে 

ভৌগলিক সীমানার ওপারে 

নিলুফা জামান 

 

সেদিন আমি অন্তর আর পিনাকী…

তিন বন্ধু ঘুরতে বের হয়েছি, গাড়ী ছুটছে সোঁ সোঁ করে উল্কা বেগে। মনে হচ্ছে বহু দীর্ঘ পথ পারি দিয়ে ছুটে চলছি, কত দূর এসেছি কত শহর কত গ্রাম পিছনে ফেলে চলে এসেছি বুঝতে পারছিনা। এখন মনে হচ্ছে কোন এক অচেনা জনপদের ভিতর দিয়ে পার হচ্ছি। 

           বেলা দ্বিপ্রহর।  অন্তর চেঁচামেচি করে গাড়ী থামাতে বললো, পেটুক মানুষ…খাবারের হোটেল দেখেই তার খিদে পেয়ে গেছে বোয়াল মাছ দিয়ে ভাত খাবে বলতে বলতে নেমে গেলো হোটেলের দিকে। ড্রাইভার লিটন চায়ের দোকান খুজতে চলে গেলো চা খাবে বলে। আমি আর পিনাকী গাড়ী থেকে নেমে আশপাশ ঘুরে ঘুরে দেখলাম  কী সুন্দর জায়গাটা! গাছ গাছালিতে ছেয়ে আছে, সবুজ আর শ্যামলে মিলে ছায়া শীতল নিরিবিলি পরিবেশ, আমার খুব ভাল লাগছিল ঘুরে ঘুরে দেখতে। আমাদের  দুজনকে গাড়ির পাশে দাঁড়িয়ে গল্প করতে দেখে স্থানীয় একজন লোক  কাছে এসে জানতে চাইলেন, আপনারা কোথা থেকে এসেছেন ? পিনাকী বললো আমরা তিন বন্ধু শহর থেকে ঘুরতে এসেছি। একজনের খিদে পেয়েছে তাই হোটেলে ঢুকেছে খেতে। লোকটি কৌতুহলি দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে থাকলো। আমি জিঙ্গাসা করলাম ভাই সাহেব, এই জায়গাটার নাম কি? জায়গাটা খুব সুন্দর। 

লোকটি গম্ভীর কন্ঠে বললেন ‘অশ্বিণী মাধব হাট’। আমি বললাম তবে কি আমরা সিমান্ত পার হয়ে চলে এসেছি ?  লোকটি অবাক হয়ে উল্টা প্রশ্ন করলেন কিসের সিমান্ত মহাজন? ১৮৫৮ সালের পর থেকে এখানে কোন সিমান্ত নাই -এখানে সব একাকার। লোকটি আবারও বললো ঐ যে পাশের বাজারের নাম রহিম ব্যাপারীর হাট, তারপর আছে খৃস্ট আনন্দের বাজার, আর এই যে চালা ঘরটা দেখছেন ওটি পরেছে বুদ্ধনং হান্ডি দেউরী। 

       আমি লোকটির কথার কিছুই বুঝতে পারছিলাম না, এ কোন এলাকায় এসে পরলাম রে বাবা! চার দিকের চার রকম নাম -হিন্দু,মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান। জায়গার  নাম কি  অদ্ভুত। 

      আমার কেন যেন ভয় ভয়  লাগলো, আমি পিনাকীকে বললাম অন্তরকে ফোন কর, আর কত খাবে? হঠাৎ আমার মনে হতে লাগলো এখানকার আকাশ বাতাস সমগ্র প্রকৃতি কেমন যেন অস্বাভাবিক লাগছে, বেলা দ্বিপ্রহর, অথচ মনে হচ্ছে এখনই সৃর্য ডুবে যাবে, গাছপালা ভূমি বরাবর লুটিয়ে পরবে, এক্ষুণি বুঝি ভূমিকম্প হবে। আমি পিনাকীর হাত শক্ত করে ধরে নিজেকে সামলে নিতে চেষ্টা করলাম, বললাম অন্তর কে  তারাতারি আসতে বল, এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে আমার খুব অস্বস্থি লাগছে। ড্রাইভার লিটন কে ডেকে আনালাম। আমি আর পিনাকী গাড়ীতে উঠে বসলাম। বসেই আমি অনুভব করলাম আমার ভীষন ঠান্ডা লাগছে।শরীর ঠান্ডায় জমে যাচ্ছে মনে হচ্ছে চোখের পাপড়ি গুলোতে বরফ জমে ভারি হয়ে আছে কিছুতেই চোখ খুলতে পারছিনা। পিনাকী অন্তর কে ফোন করছে বারবার সে আসছে বললো। সে এলো কি না দেখার জন্য অনেক চেষ্টা ও কষ্ট করে চোখ খুলতে পেরে দেখি ডিম লাইটের নীল আবছা আলোতে আমার রুমের খাটের উপর শুয়ে আছি, বাহিরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, রুমের ভিতর ফুলস্পিডে ফ্যান ঘুড়ছে, ফ্যানের বাতাসের  ঠান্ডায় আমি কুঁকড়ে শুয়ে আছি। 

       পায়ের কাছে ভাঁজ করে রাখা কাঁথাটা গায়ের উপর টেনে দিতে দিতে ভাবলাম, এতক্ষণ তবে স্বপ্ন দেখছিলাম? শুয়ে শুয়ে ভাবলাম স্বপ্নে যখন আমরা অশ্বিণী মাধব হাটে পৌছালাম তখন জায়গাটা কি সুন্দর ছিল অমন সুন্দর জায়গা আগে কখনো দেখিনি… তবে হঠাৎ করে প্রকৃতি টা এমন ভয়ঙ্কর হয়ে উঠলো কেন? তখনো আমরা পৃথিবীর মানুষরা জানিনা আর মাত্র কয়দিন পর করোনা ভাইরাস নামক দৈত্যের হামলায় পরবো। প্রকৃতি আমাদের উপর নিষ্টুর প্রতিশোধ নিবে। 

      আজ পালিয়ে যেতে ইচ্ছা করে সেই অশ্বিনী মাধব হাটে। ভৌগলিক সিমারেখা পার হয়ে সীমানা হীন সেই অদ্ভুত রাজ্য পাটে। করোনা পাবেনা নাগাল আমাদের।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
সিনেমা পর্যালোচনা- বসু পরিবার

সিনেমা পর্যালোচনা- বসু পরিবার

হুমায়রা বিনতে শাহরিয়ার  সুমন ঘোষ পরিচালিত “বসু পরিবার” একটি বাংলা চলচ্চিত্র। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চ্যাটার্জী এবং অপর্ণা সেন। এটি ১৮ বছর পর এই ...
  কিছু তোমার অজানা- নেহাল মাহমুদ

  কিছু তোমার অজানা- নেহাল মাহমুদ

 নেহাল মাহমুদ  অনেক তো হলো, পেরিয়ে গেছে অনেকটা দিন। সময়গুলো দিন,মাস,বছর,যুগের হিসাব করে জীবনটাই হয়তো থেমে যাবে কোন একটা মূহুর্তে আমার এপারে। মনে হয় সব ...
কয়েকটি কবিতা

কয়েকটি কবিতা

কবিতাঃ ০১ অভিশাপ দিচ্ছি রফিকুল নাজিম আমি অভিশাপ দিচ্ছি তুমি শত চেষ্টা করেও আমাকে ভুলতে পারবে না, আমি অভিশাপ দিচ্ছি আমাকে ছাড়া তুমি অন্য কোনো ...
শূন্যতা

শূন্যতা

রুখসাদ আমীন পার্লি   কতটা একা হলে বুক  শূন্যতায় ফাটে? কতটা যন্ত্রণা পেলে সুখের জন্য হাশফাশ করা লাগে?   কতটা কষ্ট পেলে হাহাকারে বুক ভাসে? ...
একটিবার-মনিরুজ্জামান অনিক

একটিবার-মনিরুজ্জামান অনিক

মনিরুজ্জামান অনিক     বুনোহাঁসের দল যখন ছুটে যায় জলে, আমি দীঘর্শ্বাস ফেলি কিছু ফেলে আসা অতীতে। আমার চোখ ঝাপসা হয়, চশমাটা খুলে রাখি টেবিলে। ...
আখেরী চাহার সোম্বা ২০২৪

আখেরী চাহার সোম্বা ২০২৪

আখেরি চাহার সোম্বা মানে কী? আখেরী চাহার শোম্বা ইসলাম ধর্মাবলম্বীদের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। আখেরী চাহার শোম্বা আরবী ও ফার্সি ভাষার শব্দসমষ্টি। আখেরী আরবি শব্দ, ...