নিষ্ঠুর তব মন হে প্রিয়া প্রণয়িনী
নিষ্ঠুর তব দু’আখি হে ছলনাময়ী-
তব প্রেম মাখা হাত বিষ প্রদায়িনী,
মিথ্যা মায়া ম্লান মুখ দেবী মায়াময়ী
কি লাভ বলো দেখি হে আমারে ঠকায়ে;
কেনো শিখাইলে মোরে হে ভ্রান্ত প্রেম নাম
কি সুখ বলো গো মোরে নিভৃতে কাঁদায়ে?
সেথা সুখের বদলে যে কষ্ট পেলাম।
আর কি হে হবে দেখা? – তব সনে প্রেম
তব মুখ দর্শনে কি অমঙ্গল হবে?
তুমি হয়ে আছো মোর চশমার সে ফ্রেম
জন্ম জন্মান্তর তুমি চোখেতে কি রবে?
তুমি বাঁচো বুঝি আমি চলে গেলে শ্যাম
মরে গেলে আমি ওহে; ছুঁইয়োনা এ শবে!
ভোলাগঞ্জ, কোম্পানীগঞ্জ,সিলেট