জিহাদ হোসাইন
মধ্যবিত্ত তুমি প্রেয়সীর কাঠ গোলাপের মাঝে লুকানো।
মধ্যবিত্ত তুমি শেষ বাসে হ্যান্ডেল ধরে ঝুলানো।
মধ্যবিত্ত তুমি ছোঁট মায়ের মুখে চেয়ে।
মধ্যবিত্ত তুমি বন্ধুর আড্ডায় থাকো না খেয়ে।
তুমি পৃথিবীর বুকে আবেগ মাখো অফুরান?
মধ্যবিত্ত তুমি সার্ট এর ভাঁজে ভাঁজে।
মধ্যবিত্ত তোমার বোন মরে রোজ লাজে।
মধ্যবিত্ত তুমি চায়ের কাপে শেষ ক টি চুমক
মধ্যবিত্ত তুমি ঘামে ঝড়া এক যুবক।
তুমি পৃথিবীর বুকে জন্মানো এক উদর চিন্তাধর।
মধ্যবিত্ত তুমি বাবার শেষ সম্বল,
মধ্যবিত্ত তুমি মাঘের শীতে গায়ে জরানো কম্বল।
মধ্যবিত্ত তুমি প্যান্টের ধুলো মাখা,
মধ্যবিত্ত তুমি মাটির ব্যাংকে জমানো টাকা।
তুমি আকাশ কুসম স্বপ্ন দিয়ে ভরা।
মধ্যবিত্ত তুমি সাইলেন্সারের কালো ধোয়া।
মধ্যবিত্ত তুমি ফজরের দু হাত ভরা দোয়া।
মধ্যবিত্ত তুমি ভালোবেসে প্রাপ্তির ঘর ফাঁকা।
মধ্যবিত্ত তুমি পঙ্গপালের অনিষ্ট শষ্য দানা।
মধ্যবিত্ত তুমি হও সফলতার জেদে জেদি,
মধ্যবিত্ত তবে তুমি সুউচ্চ প্রসাদ বেদি।