চারিপাশে চলছে ষড়যন্ত্র
ছুটছে মানুষ হন্তদন্ত –
হেপা অপরিসীম নাই কোন আদি অন্ত।
পদে পদে বিপদ ধেয়ে আসে অনভিপ্রেত!
কোথাও নাই শান্তির শ্বেত সংকেত –
আতংকে কাটে দিন-
জীবন মৃত্যুর মাঝে অশনিসংকেত।
বিশ্বমানবতা বিবেকহীন বিদ্ধস্ত
অন্নবস্ত্র চিকিৎসা হীন মানুষ উলংগ উদ্বাস্তু
পদে পদে লাঞ্ছিত।
ধনের অহংকারে ধনী উন্মত্ত
চারিপাশে অন্ধকার তবুও ছুটছে ধনের নিমিত্ত।
মৃত্যুর বিভীষিকা জালফেলে অপেক্ষারত –
তবুও হুঁশ ফেরে না ছুটছে লোভে অবিরত।
কবে জাগ্রত হবে মনুষ্যত্ব বিবেক বোধ?
মানুষ হবে!
মানুষ চলবে করে লোভ প্রতিরোধ,
জিতবে মানবতা কাটবে ধনের অসমতা –
ভেঙ্গে দিয়ে সব মানবতার অবরোধ।