আমারও ইচ্ছে করে তোর কাঁধে মাথা রাখতে
বলতে ইচ্ছে করে মনের ভেতরের বাক্স বন্দী কথা গুলো
বাক্স বন্দী কথা গুলো কতবার মনের সদর কোটায় এসে করেছিলো চিৎকার
জানিস তুই আজ তাঁরা বোবা হয়ে গেছে
জানিস তুই,
নিম্নবিত্ত মানুষ গুলো অসুখেও যেমন ঔষুধ ছাড়া জ্বর ছাড়ে তাদের।
জানিস আজকাল আমার আর দীর্ঘশ্বাস আসে না
কারণ আমার দীর্ঘশ্বাস গুলো বুঝার মতো কেউ নেই
কারণ দীর্ঘশ্বাস গুলোও বুঝে গেছে।
একটা সময় খুব কষ্ট লাগতো
আমাকে কেউ বুঝে না কেন!
এখন দিব্যি মানিয়ে নিয়েছি।
একটা সময় অভিমান হতো আমাকে হাতটা ধরে কেউ কেন রাস্তা পার করে দেয় না।
এখন বুঝে গেছি এসব ছেলে মানুষী।
এখন বসন্ত এলে মন খারাপ লাগে না
বসন্তের দিন দিব্যি ঘুরে বেড়ায় আকাশে ঠিক যেভাবে ঘুড়ি গুলো উড়ে।
ঘুমাতে গেলে কারো ছবি ভেসে উঠে না।
ইচ্ছে গুলো আজকাল ঘুড়ি হয়ে আকাশে উড়ে।