আশিক মাহমুদ রিয়াদ
বাতাসে নগ্ন হাসি ভগ্নাশয়ে
অন্ধকারে কে হাত বাড়ায় কৃশকায়?
মর্গে পড়ে আছে এক বন্দী শরীর
লাশের ভীড়ে সে এক কৃকলাস
তুমি তবুও তার কাছে যাও না
শোনো না তার অন্তরের যাতনা
তুমি তবুও তার কথা শোনো না
তার হৃদয়ে কিলবিল করে অদ্ভুত যন্ত্রণা
কফিনে পেড়েক ধ্বনী শব্দে
ডোম এসে লাশকাঁটে পেরেক ঠুকে!
নিশ্বাসের বিশ্বাস জাপটে ধরে,
তোমাকে আরও একবার উঠে দাঁড়াতে হবে
তুমি তবুও তার কাছে যাও না
শোনো না তার অন্তরের যাতনা
তুমি তবুও তার কথা শোনো না
তার হৃদয়ে কিলবিল করে অদ্ভুত যন্ত্রণা
সে সইবে কিভাবে ছুরির আঘাত
ব্লেডের রক্তে যে ভয় পায় নগ্নাঘাত
যার কপালে সূর্য রেখা হাতড়ে বেড়ায়
নরক নগ্নতা জমেছে বিবর্ণ খেলায়
তুমি তবুও তার কাছে যাও না
শোনো না তার অন্তরের যাতনা
তুমি তবুও তার কথা শোনো না
তার হৃদয়ে কিলবিল করে যন্ত্রণা
হায় প্রেমিকা তুমি তার কাছে যাও না
শেষকান্নায় বিলীন হওনা
বৃষ্টিও তো তোমায় ভালোবেসেছিলো
অন্ধকারে চুমু খাবে কার গালে?
তবুও তুমি তার কাছে যাও না..
সে যে পড়ে আছে মর্গের এক কোণে
বিবর্ণ এক ক্যাডাভার হয়ে তোমার প্রতিক্ষায়!