মহানগরের সেই ওসি হারুণের কথা মাথায় আছে আপনার? যে হারুন খেলতে ভালোবাসে অপরাধীকে নিয়ে। যারা দুইটা কথা শোনানোর অভ্যাস আছে, যিনি বিশ্বাস করেন- অপরাধী আর টাকা, যদি থাকে নসিবে। আপনা-আপনি আসিবে।
সিজন-১ এ দর্শকের ব্যাপক জনপ্রিয়তার পরে এবার এলো মহানগর সিজন-২। এই সিজন নিয়ে দর্শকের আগ্রহ এতটাই বেশি ছিলো যে মহানগরের সিজন-২ এর জন্য নির্মাতাকে বেশ চাপেই রেখেছিলেন দর্শকমহল। তবে সেই জোয়ারকে কাজে লাগিয়েছেন নির্মাতা। বলাই বাহুল্য, প্রথম সিজনের সাথে রগরগে স্লো-বার্ণ ট্রিটমেন্টের স্টোরি টেলিং দিয়ে মুগ্ধ করেছেন নির্মাতা আশফাক নিপুণ।
নিচের ভিডিওতে আমরা আলোচনা করেছি সিজন-৩ কবে আসতে পারে?