রফিকুল নাজিম
মানুষ তুমি বাহির দ্যাখো
ভিতর দ্যাখো কই,
ভিতর দ্যাখতে মন লাগে
চোখটা লাগে কই?
এই জনমে বাহির দ্যাখে
করলে সব বিচার,
চকচকে সব রঙেঢাসা
ভিতর জুড়ে আঁধার!
বাহির দ্যাখে চোখ পুড়িলা
মন পুড়িলা না,
মনের ভিতর মনের নহর
খোঁজ পাইলা না।
আপেল ভেবে নিজের হাতে
নিলে মাকাল ফল,
সব হারিয়ে পাগল হইলে
চোখে সায়র জল।
পলাশ, নরসিংদী।