বদলে যাওয়া কিছু সময়,
তাল মিলিয়ে দু’কদম চলা!
হঠাৎ অজানা আভাসে থেমে যাওয়া,
স্মৃতির সাথেই অগোচরে কথা বলা।
যে স্মৃতির কাছে পাওনা ছিল কেবলই নিষ্কৃতি
তবে আজও তা বিশ্রীভাবে তাড়া করে,
মনের সাথে এ নিয়ে যুদ্ধ লড়াইয়ের শত যুক্তি।
আমি কারো কোনো স্মৃতিতে নেই
জানি, ওসব আমার সময়েরও অতীত ভ্রান্ত কল্পনা,
কেউ-ই নেই, সবই নিকষিত আঁধার
তবু থমকে যাওয়া,
পথ জুড়ে শুধু অতীতের আঁকা আল্পনা।
থমকে যাওয়া এই পথ ফেলে
আঁকা আল্পনাদের ছাড়িয়ে
আবারও এগুতে চাই,
বিষাদে নিকষিত এ বিষাক্ত আঁধার পেরিয়ে।
অতীত থুয়ে আপন শহরতলিতে ফেরা,
সাথে নিয়ে সাহিত্যের নেশা,
আবারও ধোঁয়া স্পষ্ট হবে, অতীত মুছবে জানি—
আলোই ভরবে পথ, মিলিয়ে দেবে নতুন দিশা।