মায়াজাল- হিরন্ময় মন্ডল

মায়াজাল- হিরন্ময় মন্ডল

 হিরন্ময় মন্ডল

সবুজের সমারোহে কোকিলের কোলাহলে
একলা এক বুলবুলি উড়ে আসে এক বুক স্বপ্ন নিয়ে।
বড় অপছন্দের পাখি, বড়ই নিম্নমানের
তবু সবুজ আপন ভাবের ভাতি শস‍্যকে দেয় ছড়িয়ে
বুলবুলি স্বপ্নে বিভোর, মগ্ন সবুজের নেশায়
বড় অদ্ভুত এক মায়াজাল বোনে একে অপরের ঠাঁয়।
এক অদৃশ্য টান, এক অদৃশ্য বন্ধন
বোঝেনা কেউ কিছুই।

নিয়তির নিষ্ঠুর পরিহাস সুখ সীমাহীন নাহি রয়-
চৈত্রের দাবদাহে সবুজ ছারখার হয়ে যায়
আপন অস্তিত্বের সংকট দেখে সবুজ উন্মাদ রূপ নেয়।
বুলবুলি এতো বোঝায় হারিয়ে যাওনি তুমি,
হারায়নি তোমার সত্ত্বা
শুধু অগ্নিশিখায় স্বর্ণের মতো ঝলসানো হয়েছে তোমায়
তুমি অনন্ত, তুমি নিরন্তর, তুমিই সৃষ্টির আঁধার।
বুঝতে চায় না সবুজ, শোনে না কোন কথা
ধূসর ভূমি রটিয়ে শেষে নির্জনে যায় একা।
তবে বুলবুলি! সত‍্যটা সে জানে
যতোই দহুক গ্রীষ্ম তারে বর্ষার শুরু শেষে
সবুজ আবার আসবে ফিরে।
এ যে মায়াজাল, এ যে অদৃশ্যের গোলমাল।
অপেক্ষায় থাকে বুলবুলি,
আবার আসবে সবুজ, আবার হাসবে দুজনে।।

  মায়া-জাল
– হিরন্ময় মন্ডল
১৫ তম সাপ্তাহিক স্রোতের জন্য লেখা
উত্তর চব্বিশ পরগনা  , পশ্চিমবঙ্গ,ভারত

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ভাষাতত্ত্ব কে সাহিত্যের সাথের যুক্ত করে-শৈলীবিদ্যা বা স্টাইলিসটিক্স

ভাষাতত্ত্ব কে সাহিত্যের সাথের যুক্ত করে-শৈলীবিদ্যা বা স্টাইলিসটিক্স

ড. শিবাশিস মুখোপাধ্যায় শৈলীবিদ্যা হল ভাষাগত দৃষ্টিকোণ থেকে পাঠ্যের অধ্যয়ন এবং ব্যাখ্যা। একটি শৃঙ্খলা হিসাবে এটি সাহিত্য সমালোচনা এবং ভাষাতত্ত্বকে সংযুক্ত করে, কিন্তু এর নিজস্ব ...
সাবিকুর সিফাতের কবিতা

সাবিকুর সিফাতের কবিতা

আবার সাবিকুর সিফাত ধ‌রো বছর কু‌ড়ি প‌রে- আবার য‌দি আমা‌দের দেখা হয় মু‌খোমু‌খি,কোন পাল‌তোলা নৌকায় য‌দি দেখা হয় শর‌তের শুভ্র কাশ ব‌নে তখন কি তু‌মি ...
কবিতা সমাজ বাঁচায় 

কবিতা সমাজ বাঁচায় 

I আহমাদ আব্দুল্লাহ নিলয় আমার অতীতের কাছে একদিন সবায়কে নিয়ে যাবো। কেমন ছিলাম আমি, কেমন ছিলো রাত্রিযাপন। মদের সাথে পানির সমন্বয়হীনতা কিংবা সমাজতন্ত্রের সাথে পুঁজিবাদ ...
সূঁচের ফোড়েঁ জীবনের পথরেখা

সূঁচের ফোড়েঁ জীবনের পথরেখা

নাজিফা আক্তার শারিকা সকাল থেকেই তাড়াহুড়ো রাবেয়ার। সেই ভোরবেলা উঠে কয়টা চাল সিদ্ধ করেছে। ” সাদা পানির মধ্যে অপরিপক্ক কিছু চাল! “একে চাল সিদ্ধ ছাড়া ...
শরৎ জোসনার রাত - বিপিন বিশ্বাস

শরৎ জোসনার রাত – বিপিন বিশ্বাস

বিপিন বিশ্বাস   প্রাণময় সতেজ জীবন বাতাসে নাচে, কাশফুলে দুলে, শ্বাস-প্রশ্বাসে খেলে অনন্ত ব্রহ্মের  সাথে পরম সৌন্দর্যে।   শরৎ জোসনার রাতে মা দুর্গার পা স্পর্শ ...
জোড়া কবিতা

জোড়া কবিতা

রঞ্জিত সরকার    ব্রহ্মপুত্র আদি পৃথিবীর আদি নদী এক বৈতরণী কিংবা অলকনন্দা নয় আমার প্রাণের প্রবাহ ছোঁয়ে উৎসারিত নদী ব্রহ্মপুত্র।  প্রাণের স্পন্দন তোলে ভাঙতে     ...