মোঃ সৈয়দুল ইসলাম
একটি বছর ঘুরে এলো
মাহে রমজান,
সেহরি খাবো ইফতার করবো
থাকবে তাজা প্রাণ।
পড়বো কোরআন পড়বো নামাজ
গাইবো প্রভুর গান,
পবিত্র এই রমজান মাসে
করবো বেশি দান।
দমে দমে তাওবা করে
চলবো দিবা রাত,
দুহাত তুলে অশ্রুজলে
করবো মোনাজাত।
মোঃ সৈয়দুল ইসলাম
একটি বছর ঘুরে এলো
মাহে রমজান,
সেহরি খাবো ইফতার করবো
থাকবে তাজা প্রাণ।
পড়বো কোরআন পড়বো নামাজ
গাইবো প্রভুর গান,
পবিত্র এই রমজান মাসে
করবো বেশি দান।
দমে দমে তাওবা করে
চলবো দিবা রাত,
দুহাত তুলে অশ্রুজলে
করবো মোনাজাত।
“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত ছাইলিপি.কম ২০২৪
ফেব্রুয়ারি ২০২৪/ চতুর্থ সংস্করণ