মা- আশেক এলাহী

মা- আশেক এলাহী

আশোক এলাহি

মুরগি যেমন ডানার নিচে আগলে রাখা ছানা,
আচঁলের নিচে আগলে রাখা তিনিই হলেন মা।
মা যে আমার এই পৃথিবীতে সবচেয়ে প্রিয়জন।
সুখে-দুঃখে তিনি মোদের করে নেন আপন।

দুঃখের সময় ভাগ বসিয়ে মন করে যে শীতল,
তার হাসিটা সূর্যের থেকেও অনেক বেশি কোমল।
আমার মা যে আমার নিকট চাঁদের থেকেও অপরুপ।
আমার হাসিতে খুশি তিনি, এটাই তাহার সুখ।

শিশুকালে ঘুমের ঘরে শুনাতেন চাঁদ মামার গান,
ভালোবাসার উৎস তিনি, তিনিই আমার প্রাণ।
যখন আমি ছোট বেলায় মায়ের ঘরে যেতাম,
গরম ভাতে ঘি মাখিয়ে, মজা করে খেতাম।

চুলের মাঝে আলতো করে তেল মাখিয়ে দিতেন, ডান পাশেতে সিঁতি করে স্কুলে পাঠাতেন।
কু-নজরকে ডিঙ্গানোর জন্য কত কি করেছেন,
কাজল দিয়ে কপালের কোণে টিপ বানিয়ে দিতেন।

বিকেল বেলায় সাজিয়ে দিলে, যেতাম খেলার মাঠে।
খেলা শেষে স্নান করিতাম পুরানো খেয়া ঘাটে।
মাঝে মাঝে আমার খোঁজে যেতেন তিনি ঘাটে,
ধরতে পারিলে উত্তম-মধ্যেম পড়িতো আমার পিঠে।

গ্রীষ্মকালে ধানের ফাঁকে, সোনালি মাঠে, ঘুড়ি উড়াতাম।
মায়ের ঝাড়ুর শলা ভেঙে ঘুড়ি বানাতাম,
মা যে তখন রেগে গিয়ে আমায় বকিতেন।
রাগ করে যে তখন আমি সন্ন্যাসী সাজিতাম।

পরিবার যদি অসু্স্থ হয়, অংশীদার হন মা,
মা যদি অসুস্থ হয়, কেউ ফিরেও তাকায় না।
কলুর বলদের মতোই তিনি খাটেন সংসারে,
তার অবদান চাপা পড়ে, থাকে অগোচরে।

বৃদ্ধাশ্রমে হাজারো জীবন কাটিতেছে ধুকে ধুকে,
মায়ের অবদান ভুলে গিয়ে, তোমরা কি থাকিবে সুখে ?

এখন আমি যুবক হয়েছি, উঠেছে আমার গোঁফ,
বয়সের বাড়ে মা যে এখন হয়ে যাচ্ছে নিশ্চুপ।
হারিয়ে গেল ঘুমের ঘরের চাঁদ মামার ঐ গান,
স্মৃতি গুলো জড়িয়ে আছে পাহাড়ও সমান।

এখন আমার চুলের মাঝে দেয়না কেউ সিঁতি করে,
খাওয়ার জন্য ডাকে না কেউ, ঐ আঁধার রান্না ঘরে।
শিশুকালের সময় গুলো আসবে কি আর ফিরে ?
হারিয়ে গেল সোনালী অতীত, সময়ের চাপা তলে।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
তুফান; শাকিব খান কতটাকা পেলেন? | Shakib Khan News | Toofan | Dushtu Kokil | Ami feshe jai Habib

তুফান; শাকিব খান কতটাকা পেলেন? | Shakib Khan News | Toofan | Dushtu Kokil | Ami feshe jai Habib

সারাদেশে দাপোটের সাথে চলছে শাকিব খানের নতুন সিনেমা। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। এই সিনেমার স্পেশাল স্ক্রিনিং করা ...
শীতের চাদরে

শীতের চাদরে

নীলমাধব প্রামাণিক আসছে  নতুন  সাল  শীতের  চাদরে উত্তাপ  মাখা  মিঠে  রোদের আদরে । কমলা  লেবুর কাল কনকচূড়ের খই নলেন  গুড়ের  মোয়া পিকনিক হইচই । ঘোর ...
বই পর্যালোচনা-রেড হেয়ারড উওম্যান | গৌতম সরকার

বই পর্যালোচনা-রেড হেয়ারড উওম্যান | গৌতম সরকার

বইয়ের নাম: রেড- হেয়ারড উওম্যান লেখক: অরহান পামুক  তুর্কি ভাষা থেকে অনুবাদ: একিন ওকল্যাপ প্রকাশক: পেঙ্গুইন বই পর্যালোচনায়- ডঃ গৌতম সরকার   ” Oedipus, the murderer ...
কোপা আমেরিকা ২০২৪ - সময়সূচি ও লাইভ (Copa America 2024)

কোপা আমেরিকা ২০২৪ – সময়সূচি ও লাইভ (Copa America 2024)

কোপা আমেরিকা বিশ্বব্যাপী অন্যতম মর্যাদাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট হিসেবে দাঁড়িয়েছে, যা দক্ষিণ আমেরিকার ফুটবলের অতুলনীয় আবেগ এবং দক্ষতা প্রদর্শন করে। ইতিহাস ও ঐতিহ্যে ঠাসা, এই টুর্নামেন্টটি ...
স্বর্গ নরক 

স্বর্গ নরক 

জোবায়ের রাজু  আজ বহুদিন পর সাত সকালে বড় দা’র এমন অপ্রত্যাশিত আগমন দেখে আমাদের চোখ যেন এক শ হাত উপরে উঠে গেল। একি দেখছি আমরা! ...
মুক্তিযুদ্ধের গল্প -  একাত্তর

মুক্তিযুদ্ধের গল্প – একাত্তর

মোঃ লিখন হাসান বিকেলের সূর্যটা পশ্চিম আকাশে হালতে শুরু করেছে।আমি নদীর পাড়ে বস সূর্য ডোবা দেখছি!কি সুন্দর গাঢ় লাল রঙের সূর্য।আমার মনটা যেনো কেড়ে নিচ্ছে।সূর্যটাকে ...