সংহিতা চক্রবর্ত্তী
মায়ের টানে মায়ের গানে,
উঠুক বেজে ঢাকের বোল।
প্রাণের মা এলেই এবার,
ছড়িয়ে যাবে খুশির রোল।
মহালয়ার গানে গানে,
দেবীপক্ষের সূচনার সুর।
ঘুচিয়ে কালো ফুটবে আলো,
বধ হবে করোনাসুর।
মা যে আমার শূলধারিণী,
ভদ্রকালী মুক্তকেশী।
মায়ের মায়ায়,মায়ের কৃপায়,
ব্যধিমুক্ত জগতবাসী ।