আজ মিছিলে হাঁটে হাঙর-তিমি
মিছিলে হাঁটে জলের রাণী সব ফুল
আজ মিছিলে হাঁটে বৃদ্ধ-যুবক
মিছিলে হাঁটে দলছুটদের ঝাঁক
আজ মিছিলে হাঁটে শিরিশ-জারুল
মিছিলে হাঁটে দিলখোলা সব তৃণ
আজ মিছিলে হাঁটে বনের সিংহ
মিছিলে হাঁটে লুপ্তপ্রায় সব দল
আজ মিছিলে হাঁটে পড়ুয়া মেয়ে
মিছিলে হাঁটে নিষিদ্ধ ঐ পাড়ার সকল প্রাণ
আজ মিছিলে হাঁটে বিদ্যান মশাই
মিছিলে হাঁটে ভুখাবাবু এক-জন।
শিক্ষার্থী, খুলনা বিশ্ববিদ্যালয়।