মুক্ত আজ বন্দি নিবাস
খোলা আকাশে মেলে দিলাম ডানা,
দেখবো আজ বৃক্ষের সাথে বনের মিল
মাতবো আজ বায়ুর সাথে মিশে থাকা ফুলের সুবাসে,
দেখবো নদীর বুকে জলপদ্মের উন্মীলিত হাসি।
দেখবো আজ গাঁয়ের বধূর
আলতায় রাঙা হেঁটে বেড়ানো মাটির পথ—
দেখবো তার বাঁকা ঠোঁটের কমনীয় হাসি,
পড়ন্ত বিকেলে মাতবো আমি ভ্রমরের গুঞ্জনে
খুঁজে নিবো পরমানন্দ দিগন্তের রক্তিম সূর্য থেকে।
দেখবো আমি রাতের কোলে
মিটিমিটি আলোয় খেলা জোনাকিদের নাচ—
বাঁশ বাগানের মাথায় কোটি তারার মেলামেশা,
দেখবো আমি জোছনা ঝরা নদীর জল
নিশুতি রাতের ঘুমন্ত সারা গাঁ,
আর নিস্তব্ধ রাতের গল্প কথা।