বাংলাকে বেঁধে দিল পরাধিনতার শিকলে,
নরাধম পাকিরা দেশ নিল দখলে।
নিষ্ঠুরতা ঢুকে গেল শোষকের বুলেটে,
মনুষ্যত্ব ভেসে গেল শোষিতের লোহুতে।
সতিত্ব লুটে নিলো বাংলার কন্যার,
স্বাধিনতা চাচ্ছিল শত্রুর লাল বন্যার।
মানবতা উড়ে গেল পাকিদের গুলিতে,
বাসা নিলো মানবতা মুজিবের খুলিতে।
মানবতা জ্বলে উঠলো রেসকোর্সে ভাষনে,
হিংস্রতা পুড়ে গেলো স্বাধীনতার দোহনে।
সঙ্গ দিলে বঙ্গকে পাক-শাসনের শোষণে,
স্বাধীন বাংলায় ঠাঁই দিয়েছি পিতাজীর আসনে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম