মুজিব তুমি চেতনার নাম
মুজিব উদ্দীপনার
মুজিব একটি শক্তি সাহস
বাংলার জনতার।
অগ্নিঝরা ভাষণ পেলাম
দেশের মাটির তরে
টুঙ্গিপাড়ার সেই ছেলেকে
নিলাম আপন করে।
মুজিব দিলো স্বাধীন বাংলা
পেলাম স্বাধীন ভূমি
মনের মাঝে তোমার ছবি
আলো ছড়াও তুমি।
মুজিব তুমি বিশ্বের মাঝে
ছড়িয়ে আছো আজ
মুজিব তুমি চোখের মণি
মাথার মুকুট তাজ।
তোমার ভাষণ কোটি লোকের
দেখিয়ে নীতির প্রথা
সেই ভাষণে বীর বাঙালি
এনেছে স্বাধীনতা।
নিজের জীবন বাজি রেখে
বিজয় পাবার লক্ষ্যে
তোমায় পেয়ে বাংলার মানুষ
সাহস রেখেছে বক্ষে।