প্রথম পাতাসর্বশেষসিনেমানামা

নার্স দেখে রোগী হতে ইচ্ছে করছে?

লেখা – আশিক মাহমুদ রিয়াদ

আপনার কি এই নার্সকে দেখে রোগী হওয়ার সাধ জেগেছে? আপনার জেগেছে কি না জানিনা তবে আমার জেগেছে। একজন নার্স যেরকম স্নিগ্ধ চেহারার হন, তার মুখের সরোবরে প্রস্ফুটিত হয় স্নিগ্ধতার অপার্থিবতা! ঠিক এমনটাই করে দেখেছেন মিষ্টি হাসি এবং মিষ্টি ভাষী তানজিম সাইয়্যারা তটিনী।

নদীর সরল-যৌগিক সরোবর বয়ে প্রাচ্যের ভেনিস বরিশালের বুক চিরে… তটিনী.. যার অর্থ নদী। সেই বরিশালের কীর্তণখোলা, সন্ধা, সুগন্ধা, বিশখালী বলেশ্বরের মতো আকাবাঁকা জলস্রোতের কাব্যকথার সুর ধরেই হয়ত তার নাম রাখা হয়েছিলো তটিনী। এসময়ের সব থেকে পছন্দের, মিষ্টিমুখ…তানজীম সাইয়্যারা তটিনী। ছোটবেলা থেকে বেড়ে ওঠা বরিশালে। হতে চেয়েছিলেন ডাক্তার কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। লেখাপড়া করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে।



পিপলু আর খান পরিচিলিত স্ট্রিমিং প্লাটফর্ম চরকির ওয়েবসিরিজ ‘কল্পনায়’ অভিনয় করে অভিনয় জীবনে শাণিত হয়েছে। এ কথা জানিয়েছেন তটিনী নিজেই। সাম্প্রতি ক্লোজ আপ কাছে আসার গল্পে ‘সময় সব জানে’ নামের নাটকে অভিনয় করে কুড়িয়েছেন প্রশংসা। তটিনীর নতুন নাটক/কিংবা ওয়েবসিরিজের জন্য মুখিয়ে থাকেন তার ভক্ত অনুরাগীরা।

আসন্ন ২০২৩ এর ঈদে মেহেদী হাসান জনির পরিচালনায় জিয়াউল ফারুক অপুর্বের সাথে জুটি বাঁধতে চলেছেন তিনি। নাটকে নাম-এসো হাত বাড়াও’ ইতিমধ্যেই হয়েছেন আলোচিত এবং প্রশংসিত।

আপনার ছোট্ট উৎসাহ আগামী দিনে আমাদের বড় করে তুলবে। সাবস্ক্রাইব করুন ছাইলিপির ইউটিউব চ্যানেল।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]