গল্পপ্রথম পাতাসর্বশেষসিনেমানামা

বঙ্গ-রূপসীদের রূপকথার গল্প

লেখা- আশিক মাহমুদ রিয়াদ

জান্নাতুল ফেরদৌস ঐশী

আরেফিন শুভ’র বিপরীতে অভিনয় করেছেন মিশন এক্সট্রিম সিনেমায়। সারাও পেয়েছেন ব্যাপক। এর আগে মীর সাব্বির পরিচালিত ‘রাত জাগা ফুল’ সিনেমায় তাকে দেখা গিয়েছিলো বেশ স্ট্রং হিসেবে৷ ভীষণ সম্ভাবনাময়ী। ২০১৮ সালে মিস ওয়ার্ল্ডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন৷ এ ছাড়াও কাজ করেছেন বেশ কিছু টিভিসিতে। ঐশীর জন্ম পিরোজপুর জেলার মাটিভাঙা গ্রামে।

চীনের সানায় মিস ওয়ার্ল্ড ২০১৮-এর ৬৮তম সংস্করণে, ষষ্ঠ গ্রুপে ঐশীকে বিজয়ী ঘোষণা করা হয়, ঐশী এই গ্রুপে হেড-টু-হেড চ্যালেঞ্জে মানুষের ভোটে ছয় প্রতিযোগীর মধ্যে বিজয়ী হন। তার দলের অন্য প্রতিযোগীরা ছিলেন চীন, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, ডেনমার্ক, ব্রাজিল এবং আয়ারল্যান্ডের। চূড়ান্ত পর্বের হেড-টু-হেড চ্যালেঞ্জে তাঁকে তিন বিচারকের (স্টেফানি ডেল ভেল, মানুশি ছিল্লার, মেগান ইয়াং) সবাই বেঁচে নেন, এতে তিনি মিস নাইজেরিয়াকে হারান, এর ফলে ঐশী ১১৮ প্রতিযোগীর মধ্যে থেকে শীর্ষ ৩০-এ স্থান পান।



শিরিন আক্তার শীলা

তুমি চৈত্রের শেষে অঝোর বৃষ্টির ধারা,
তুমি সাওতালি গ্রামের বুনো সন্ধ্যে-
মেঘফাঁটা চন্দ্রমল্লিকা অথবা বুনো পলাশ!
তুমি মেঘমল্লারে ঝেপে আসে ক্রোধের গান।
তুমি শুধুই তুমি, অদ্ভুত-সম্মোহনে বাজাও
বৃষ্টি ফোঁটার সিম্ফনি..তুমি আদিম সত্যে মোড়ানো
অন্ধকারকে ফেলে আসা আলোর দিনের ঈশ্বরী!

উপরের কবিতার লাইনগুলো আমার লেখা। বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের হয়ে। সম্প্রতি কোক স্টুডিও বাংলায় তার অনবদ্য পারফর্মেন্স দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই! বনবিবির লুকে কোকস্টুডিওর মঞ্চে দেখা গিয়েছে এই সম্ভাবনাময়ী তরুণ তূর্কীকে। অভিনয়েও শিরিণ আক্তার শীলা দুর্দান্ত। প্রতিনিয়ত নিজেকে রাখেন ফিট, স্লিম ফিগারের সাথে লং ফেইসকাটের বেড়াজালে বন্দী তার অনুরাগীরা। !



নিদ্রা দে নেহা

মিস ওয়ার্ল্ডে তিনি প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের হয়ে। ভীষণ সম্ভাবনাময়ী একজন অভিনেত্রী/মডেল। মোস্তফা সারওয়ার ফারুকর ‘আমার বাংলাদেশ’ নামক বিজ্ঞাপনে কাজ করে হয়েছিলেন বেশ প্রশংসিত। নিদ্রা কাজ করেন বেছে বেছে, এবং করতেও চান তাই। তাই তো তার কাজের অন্যরকম মাত্রা রয়েছে। বিজ্ঞাপনে নিয়মিত হবার চেষ্টা করছেন। ছোট-পর্দা কিংবা বা বড় পর্দায় এখন পর্যন্ত অভিষিক্ত হতে পারেননি। আগামী দিনে দর্শকদের ভালো কিছু ঊপহার দিবেন এটা কাম্য!




 

সাদিয়া সূচিতা

ভীষণ সম্ভাবনাময়ী। কাজ করেন টিভিসিতে। খুব শীঘ্রই তাকে ছোট পর্দায় দেখার প্রবল আকাঙখা। সূচিতাকে তত ভালোভাবে অবজার্ভ করার সুযোগ পাইনি তবে সূচিতাও যে আগামী দিনে বেশ সম্ভাবনাময়ী সেটা হলফ করেই বলতে পারি।

সাদিয়া আয়মান

যার হাসিতে আছে মন ভালো করা উপাদান। শিহাব শাহিনের টেলিফ্লিমে জিয়াউল ফারুক অপূর্বের সাথে দুর্দান্ত অভিনয় করেছেন। আগামীতে আরও ভালো এবং আরও পরিণত হিসেবে দেখার ভীষণ ইচ্ছা।

তানজিম সাইয়্যারা তটিনী

সুহাসিনী! নামটি কি নতুন করে আবার বলতে হবে? তানজিম সাইয়্যারা তটিনী।

নদীর সরল-যৌগিক সরোবর বয়ে প্রাচ্যের ভেনিস বরিশালের বুক চিরে… তটিনী.. যার অর্থ নদী। সেই বরিশালের কীর্তণখোলা, সন্ধা, সুগন্ধা,বিশখালী বলেশ্বরের মতো আকাবাঁকা জলস্রোতের কাব্যকথার সুর ধরেই হয়ত তার নাম রাখা হয়েছিলো তটিনী। এসময়ের সব থেকে পছন্দের, মিষ্টিমুখ…তানজীম সাইয়্যারা তটিনী। যদি ভুল না করি তাহলে তটিনী বরিশালের মানুষ। এই ক্ষণপ্রবাহের জলপ্রপাতের মতো ঝলমলে ঝিলিক স্রোতের সাবলীলতায় ব্যক্তিগতভাবে তটিনীকে বেশ ভিন্ন লাগে। সে সম্ভাবনাময়ী প্রবলভাবে…। ওয়েস্টার্ণ কিংবা মর্ডান লুকে নয়..তটিনী’র মধ্যকার আভিজাত্য….নির্বাক বাঙালীয়ানা আর সারল্য বোধয় খুব বেশি ভালো লাগে৷ চেহারার সারল্য আর ভূবন ভোলানো হাসি দেখে তটিনীকে ২০১৯ এ আফনান আজিজ প্রিতুলের একটা ভিডিওগ্রাফে বেশ সম্ভাবনাময়ী মনে হয়েছিলো৷ যদিও সম্প্রতি তার অবিচল ছুটে যাওয়া চোখে পড়ছে৷



 

নাজনিন নিহা

তিনি জানেন কীভাবে মিষ্টি করে হাসতে হয়। নিহার প্রিটি ফেস এতটাই মাইন্ডব্লয়িং যে দেখলেই মন ভালো হয়ে যায়। আসন্ন ঈদে জোভাবের বিপরীতে ছোট পর্দায় দেখা যাবে তাকে। ভালোভাবে ইউটিলাইজ করলে উনিও আগামী দিনে বেশ সম্ভাবনাময়ী তা বলাই যায়। এর আগে অভিনয় করেছেন বেশ কিছু টিভিসিতে। তবে ক্লোজ আপ কাছে আসার গল্পের প্রোমশনাল ভিডিওতে বেশ চার্মিংভাবেই নিজেকে উপস্থাপন করেছেন এই তরুণ মডেল। গায়ক ইমরানের সাথে একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। সেরকম যথাযথ সুযোগ সৃষ্টি করতে পারলে, আগামীদিনে নাজনিন নিহা দুর্দান্তভাবে দর্শকের সামনে নিজেকে উপস্থাপন করবেন।



প্রীতি জামান

প্রীতি জামান খুব পরিচিত মুখ না হলেও ৷ যেহেতু আমরা শাশ্বত বঙ্গ-তরুণীদের নিয়ে আলোচনা করছি তাই ব্যক্তিগতভাবে ওনার জন্য আলাদাভাবে উনাকে নিয়ে বলছি। উনি সেরকম কোন টিভিসিতে পার্ফম না করলেও মাঝেমধ্যে শর্ট কিংবা রিলে বেশ চার্মিংভাবে নিজেকে উপস্থাপন করেন। মেকাপ আর্টিস্ট! উইথ প্রীটি ফেইস। নিজের নামের মতো উনিও বেশ প্রীটি! ছোটপর্দায় এলে ভালো করবেন। আগামী দিনে তাকে দেখার প্রবল আকাঙ্খা তার শুভাকাঙ্খীদের।

 

 

[আপনার সামান্য উৎসাহ আমাদের অনেক বড় করে তুলবে। সাবস্ক্রাইব করুন – ছাইলিপির ইউটিউব চ্যানেল]

 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]