প্রথম পাতাসর্বশেষসিনেমানামা

সিনেমা হলে শাকিবের প্রিয়তমা ও নিশোর সুড়ঙ্গ। কেমন চলছে?

দীর্ঘপ্রতিক্ষার অবসান ঘটিয়ে আফরান নিশো প্রেমীদের জন্য এলো দারুণ এক খবর। এবার পরিচালক রায়হান রাফির সিনেমা ‘সুড়ঙ্গ’ তে দেখা যাবে বাংলাদেশের সোনালি পর্দার এ দপুটে অভিনেতাকে। শুধু তাই নয়, ঢালিউড ইন্ড্রাস্ট্রির কিং খান শাকিব খানও আসছে ঈদ-উল আযহায়। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে দুই দাপুটে অভিনেতার ফাস্ট লুক। ঈদে মুক্তি পেয়েছে সিনেমাটি। সিনেমা দুটি কী আসলেই দর্শক প্রত্যাশিত হচ্ছে? বিস্তারিত নিচের ভিডিওতে-

 

শাকিব খান তার নতুন সিনেমা প্রিয়তমার শুটিং শুরু করেছেন গতকাল বুধবার থেকে। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে আছেন কলকাতার ইধিকা পাল। গতকাল শুটিং শুরুর পাশাপাশি রাতে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ হয়। এটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে ভাইরাল হয়ে যায়। পোস্টারে দেখা যায় লম্বা চুল, পেছনে ঝুঁটি করা, ঠোঁটে সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব খান।

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে থাকছেন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। আরশাদ আদনানের প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’সিনেমার কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

ঈদ-উল ফিতরে কোন সিনেমা মুক্তি না দিলেও ঈদ-উল-আযহায় এবার হল কাঁপাতে আসছেন রায়হান রাফি। রায়হান রাফির সাথে এবার জোট বেঁধেছে বাংলাদেশের ছোট পর্দার শক্তিশালী অভিনেতা আফরান নিশো। স্ট্রিমিং প্লাটফর্ম চরকি ও আলফা আইয়ের প্রযোজনায় সিনেমাটি ঈদ-উল আযহায় মুক্তি পাবে প্রেক্ষগৃহে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক। যেটিতে ঝলক দেখিয়েছেন পরিচালক রায়হান রাফি এবং অভিনেতা আফরান নিশো।

 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]