মৃদুলা

মৃদুলা

শহীদুল ইসলাম

মৃদুলা

মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে বলছি

তুমি তোমার খেয়াল রেখ।

তুমি তোমার যত্ন নিও।

তুমি আরো বাঁচো।

হাজার বছরের চেয়েও বেশি বাঁচো।

তুমি আরো হাসো।

হাসতে হাসতে পৃথিবীকে বুঝিয়ে দাও।

বাঁচতে হলে হেসেই বাঁচতে হয়।

 

মৃদুলা

পৃথিবী আমার ওজন নিতে পারছে না।

সূর্য আর আলো দিতে চাচ্ছে না।

নদী আর জল দিতে চাচ্ছে না।

সমিরন থেমে গেছে।

কার্বন বৃদ্ধি পাচ্ছে।

অসহায় বোধ করছি।

তবু এত হারানোর মাঝে এতটুকু তৃপ্তিবোধ করি

মৃদুলা তুমি আছো।

তুমি আজও ছেড়েছুড়ে শহরের অলিগলি পথ ধরে পালাওনি।

তুমি থেকে যাচ্ছ বারংবার।

তুমি আছো বলে আজও নিজের ছায়া থেকে বিচ্ছিন্ন হইনি।

 

মৃদুলা

জীবনবাদী গান।

আকাশ হতে শেখায়।

পাখি হতে শেখায়।

নদী হতে শেখায়।

মানুষ হতে শেখায়।

সুন্দর ও পবিত্র হতে শেখায়।

তুমি জীবনবাদী গান অন্তরেতে বেঁধো।

কন্ঠে তুলে রেখ।

মানুষকে শুনিও।

মৃদ্যুলা

মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে বলছি

জন্ম আবার হলে তোমাকেই ডাকবো

ও মৃদ্যুলা তুমি শুনছো।

আমার অমুক দরকার

আমার তমুক দরকার

তুমি এভেলাতেও যেমন রাগ করনি

তুমি ওভেলাতেও রাগ করবে না।

তুমি ঠিক মানিয়ে নেবে।

তুমি তো মাটি

তুমি তো রোদ

তুমি তো নদী ঝর্ণা বৃষ্টি।

তুমি ঈশ্বর।

তুমি জন্ম দিয়ে চলো সমাজ সভ্যতা মানুষ।

তুমি রাগবে না এ আমি জানি।

মৃদ্যুলা রাগে না।

রাগলে পৃথিবী শুদ্ধ থরথর করে কেঁপে ওঠে।

প্রলয়ের আওয়াজ ওঠে।

আকাশে বাতাসে ধ্বংসের প্রতিধ্বনি বেজে ওঠে।

মহা বিশ্বের মহা সমুদ্রে এক অন্যরকম পরিবর্তন আসে।

 

মৃদ্যুলা

অনাকাংখিত দেখা।

অসম্ভব ভালোবাসায় বেঁধে ছিলাম।

আজ ফুরিয়ে আসা মুহুর্তেও তোমার ভালাবাসা নিয়ে বিদায় নিলাম।

তুমি অশ্রু আহাত হইয়ো না।

ও ভাবে মায়াবিনী দৃষ্টিতে তাকাবে না।

বরং উজ্জ্বল হাসির ঊর্মি দোল দেখতে দেখতে এতটুকু বলবো

প্রিয় মৃদ্যুলা ভালো থেকো।

এবং ও অবশেষে ভালো থেকো।

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবি নি সম্ভব হবে কোনোদিন

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবি নি সম্ভব হবে কোনোদিন

রবীন্দ্রনাথ ঠাকুর রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবি নি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লালরঙের শাড়িতে দালিম ফুলের মতো রাঙা; আজ পরেছে কালো রেশমের ...
স্নোপিয়ারসার: ক্লাইমেট বিপর্যস্ত পৃথিবীতে মানুষের অস্তিত্বযুদ্ধ, শ্রেণীবৈষম্য

স্নোপিয়ারসার: ক্লাইমেট বিপর্যস্ত পৃথিবীতে মানুষের অস্তিত্বযুদ্ধ, শ্রেণীবৈষম্য

খান আলাউদ্দিন পৃথিবীর সময় ও স্থানের ফেব্রিকে, জীবাশ্মে চোখ রাখলে আমরা আবিষ্কার করতে পারি এর ঝঞ্ঝাময় অতীত, গ্রহ, গ্রহাণু ও ধূমকেতুর সাথে এর সংঘর্ষ, টেকটোনিক ...
হেমন্তের মায়া

হেমন্তের মায়া

নিশিকান্ত রায় শিশিরের ফুলে কান্নার শব্দ লেগে থাকে রাতের পোশাকেও আলোর সেলাই বিশাল বাজারে কেউ নেই ঘুরেফিরে কায়ায় মোড়ানো এক অনন্তের মায়া। ঝানু সূর্যটাকে ব্যাগ ...
ছোটগল্প - প্রাপ্তির হাসি

ছোটগল্প – প্রাপ্তির হাসি

তাসফির ইসলাম ইমরান  বৃদ্ধাশ্রমের আরো একটি ঘর বুকিং হয়েছে আজ। সেই সাথে ফাঁকা হয়েছে একটা বাড়ির অপ্রয়োজনীয় উচ্ছিষ্টের মতো কোনো একজন প্রবীণ। এক সময় পুরো ...
থ্রিলার গল্প : সাইকো এজেন্সি

থ্রিলার গল্প : সাইকো এজেন্সি

আশিক মাহমুদ রিয়াদ নিজেকে উদ্ধার করলাম হাসপাতালের বেডে। অ্যালকোহলের কটু গন্ধ নাকে আসছে। দুজন ডাক্তারকে পরামর্শ করতে দেখা যাচ্ছে। কাঁতর গলায় বললাম,’কোথায় আমি?’ মাথা জুড়ে ...
কবিতা- একাকী আলিঙ্গন

কবিতা- একাকী আলিঙ্গন

তন্ময় ঘোষ   যে কাঁধটা আর ভরসা করে না সেই হাতটা এখনো দেখা যায় চোখের পাশে কালশিটে দাগটা, ধর্ষণ যখন নিশ্চিত- নিতেই হবে ওই কলঙ্কের ...