‘এই মেয়েটা ভেলভেলেটা ‘
আমার সঙ্গে যাবি !
অনেকদিন ভাত খাসনি
পেট ভরে ভাত খাবি…!
এই মেয়েটা…..ভিক্ষে করিস !!!
আমার বুকে আয়
আজ থেকে মা…….বাটি হাতে
বেরোবি না আর পাড়ায় ।
এখন তুই আমার মেয়ে
রাখবো তুলোট কাগজ মুড়ে;
বাপে-মেয়ে ……….খেলবো মোরা
সকাল-সন্ধ্যে জুড়ে….
ভাবিস না তুই আমি আছি…
ভয় কি তোর মা !
তরোয়ালটা খোলা রেখেছি
দিচ্ছে যারা হামা ।