আদ্যনাথ ঘোষ
স্পর্শগুলো ভুলে গেলে শ্রীরাধিকা।
আগুনের গোলা বুকে নিয়ে
ফুলেরা মিছিল করে।
সিদ্ধপুরুষও মতিভ্রম হয়।
শতদলপদ্ম জলে ফোটে
রাঙা জলে জ¦লে ওঠে
ফুটন্ত বসন্ত।
আগুনকে,
দাউদাউ পোড়ায়।
চারদিক আগুন পোড়ে,
পাড় ভাঙে।
জলে জলে জল হয়
পিপাসা মেটায়।
শ্রীরাধিকা,
তোমার আমার অনুভব যমুনার জল।
শালগাড়ীয়া (গোডাউনপাড়া), পাবনা, বাংলাদেশ।