অরুণ সরকার
যুগান্তরের একটি কল্পে
যে গল্পটি মুখে মুখে,
উচ্চশিরে কইবে কথা
যুগের স্রোতে থাকবে সুখে।
সে গল্পটি আমার ভাষা,
আমার সুরেই বয়।
আমার লালে জন্ম তাহার,
সবার সম্মান সয়।
সব সন্তান শ্রেষ্ঠ যখন
সব মায়েদের কাছে,
তাহার মা-ই শ্রেষ্ঠ তখন
ঐ সন্তানের কাছে,
তেমন করে আমার মাও
সবার শীর্ষে থাকে,
আমার মায়ের ভাষার তরে
সবাই শ্রদ্ধা রাখে।
আমার বেদনাংশ নিয়ে,
লালফাগুনের প্রভাত-লগন,
ভক্তি দিতে শক্তি নিবে
আমার ভাইদের করবে স্মরন।
ফেব্রুয়ারির একুশ দিনটি
যুগান্তরের ঘুর্নিপাকে
এমনি শ্রদ্ধায় অটুট রবে
পুষ্পার্ঘে গভীর শোকে।