ভীষণ আলোর মাঝে হেঁটে যাওয়া আমি
এক ক্লান্ত আঁধারিতে ভরা ছায়াপথ।
যার কেন্দ্র আছে কিন্তু নেই কোন
শৃঙ্খলিত কক্ষপথ!
কেন্দ্রের বলয়ে ঘুরতে ঘুরতে কেবল,
হয়েছি উদভ্রান্ত, হয়েছি ভীষণ শ্রান্ত।
চারদিক অদ্ভুত আনন্দ কোলাহলেও
আমি আজ বড় নিস্তব্ধ।
আলোড়ন আর কোলাহলপূর্ণ শহরে থেকেও
কেন জানি না আমার মধ্যে লুকিয়ে আছে
এক ভীষণ একাকীত্বের একাকীত্ব।