এম এ হালিম
বিয়ের আলাপ করলেই যেনো
বাঁধছে পণের খাতা,
থাকবে মোটর সাজবে আলয়
লাগবে নোলক পাতা।
দেখতে লাগবে সোনার হরিণ
এমন তনয়া চাই,
ছেলের নাইতো থাকার আলয়
যদিও কালার ছাই।
যৌতুক নিয়ে কৌতুক চলে
সমাজের মাঝে আজ
হালাল হারাম মানছে না কেহ
বিয়ের সকল কাজ।
হাজার মেয়ের নষ্ট জীবন
হয় যে পণের তরে,
হাজার হাজার টাকা যে স্বামীর
মনটা নাইতো ভরে।
হালাল হারাম মানবে সবাই
জগতের মাঝে কবে?
যৌতুক প্রথা ছাড়লে সকল
হাসবে দুহিতা তবে।