রফিকুল নাজিম এর দুটি কবিতা

রফিকুল নাজিম এর দুটি কবিতা

রফিকুল নাজিম

 

স্বীকৃতি

তোমাকে ছাড়া আমাকে অস্বীকার করে তোমার শহর

আমাকে অস্বীকার করে কাঁটাবনের ছোট্ট ক্যাফে ঘর

পিচঢালা রাস্তা, বাদুড় ঝুলা বাস, যাদুঘর- পার্ক উদ্যান

কবিতার আড্ডা, নেশাতুর ছবিরহাট, মগ্ন কবির ধ্যান।

তোমাকে ছাড়া আমাকে অস্বীকার করে মুখরিত ক্যাম্পাস

সড়কদ্বীপ, পাথুরে ভাস্কর্য, শিল্পীর মগজ ও তাঁর ক্যানভাস

তোমাকে ছাড়া আমাকে ধূর ধূর করে তাড়িয়ে দেয় সবাই

তোমাকে ছাড়া আমিও কেবল পালিয়ে পালিয়ে বেড়াই।

 

তোমাকে ছাড়া আমাকে অবাঞ্ছিত ঘোষণা করে পদ্মপুকুর 

অপাংক্তেয় মনে করে তোমার শহরের ভাসমান সব কুকুর

অধিকার আদায়ের মিছিল মিটিং প্লেকার্ড- ঝাঁঝালো শ্লোগান

ডাস্টবিনে ছুঁড়ে ফেলা শিশুর মত আমিও যেন উচ্ছিষ্ট প্রাণ!

 

তোমাকে ছাড়া আমাকে অস্বীকার করে প্রিয় কাঠগোলাপ

তোমাকে ছাড়া কবিতার পঙক্তিগুলো হয় উন্মাদের প্রলাপ

আমাকে অস্বীকার করে সেই সংসদ ভবন, আদালত পাড়া 

বিউটি বোর্ডিং, কবি ও কবিতা, প্রিয় বন্ধুবান্ধব ছিল যারা।

 

আমাকে অস্বীকার করে দুইকোটি মানুষের চারকোটি চোখ

মানুষের এই জনসমুদ্রে থেকেও যেন আমি এক আগন্তুক 

তুমি ছাড়া আমি যেন উদ্বাস্তু এক; সময়ের শুদ্ধতম এক ভুল

তুমি আসলেই নাকি আমাকে মেনে নিবে এই শহরের সব ফুল!

 

ভাঙন

কীর্তিনাশার উজান জল

পাক খায় ঐ তীরে,

কলসি ঘাটে রাইখ্যা বধূ

কাহারে খুঁজে ফিরে?

 

ঢেউয়ের তোড়ে ভাঙে কূল

ভাঙে মায়ার পাড়,

শ্যাম বিরহে উজান ব্যথা

মনে ভাঙন কার?

 

ঘোমটা টানা বধূর চোখে

খাঁ খাঁ করছে রোদ,

সেই পাষাণকে বুকে পেলে

নিবে যে প্রতিশোধ।

 

মাঝনদীতে চোখটা খুঁজে 

সেই মানুষের চোখ,

যে মানুষটা রোজনিশিতে

ডাকতো পেতে বুক!

 

জল আনিতে জলের ঘাটে

আড়াল মনে ভাবে,

সেই মানুষটা আসলে ফিরে

আপন করে পাবে?

 

কলসি ভাসে কালো স্রোতে

কলঙ্ক রটিছে গাঁয়,

জল আনিতে গিয়া কইন্যা

জল ফেলিয়া যায়!

 

পলাশ, নরসিংদী। 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
কাজী নজরুল ইসলামের বিখ্যাত ঈদের কবিতা (আবৃত্তি)

কাজী নজরুল ইসলামের বিখ্যাত ঈদের কবিতা (আবৃত্তি)

ঈদ মোবারক- কাজী নজরুল ইসলাম (আবৃত্তি-মহীতোষ গায়েন) কত বালু চরে কত আঁখি-ধারা ঝরায়ে গো, বরষের পরে আসিল ঈদ! ভূখারীর দ্বারে সওগাত বয়ে রিজওয়ানের, কন্টক-বনে আশ্বাস ...
উজানে বহো রে

উজানে বহো রে

গৌতম সরকার  খুন দুটো শেষ পর্যন্ত হয়েই গেল, যদিও ‘প্ল্যান-এ’তে কোনও খুনের কথা ছিলনা। কিন্তু ড্রাইভার ফড়েটা এমন তিড়িংবিড়িং শুরু করল, তার ওপর তিনতলার ছাদের ...
পেটে জ্বালা? গ্যাস্ট্রিক অ্যাসিডিটি নাকি অন্য কিছু?

পেটে জ্বালা? গ্যাস্ট্রিক অ্যাসিডিটি নাকি অন্য কিছু?

আমরা বাঙালিরা সাধারণত পেট পাতলা জাতি নামে পরিচিত। বারো মাস এই জাতির পেটে সমস্যা, সেটি বাহ্যিকভাবে হোক আর ভেতরের দিকেই হোক। পেটে গন্ডোগোল থাকবেই। কিন্তু ...
বিদ্রোহী বুলবুল

বিদ্রোহী বুলবুল

|বিপুল কুমার ঘোষ   তোমার উদয় ধূমকেতু যে কাব্যাকাশে ভাসে, রক্তলেখায় লেখা সে নাম বাংলার ইতিহাসে ।   অগ্নিবীণার ঝঙ্কার তুলে জাগালে দেশবাসী, শিকলভাঙার গানে ...
দুর্গাপূজা

দুর্গাপূজা

অশোক কুমার পাইক কাশবনেতে লাগলো দোলা পূজার গন্ধে ভাই ঢাকের কাটি পড়লো দেশে সানাই বাজে তাই, শিউলি ফুলের বাসে বাসে পুজোর গন্ধ আসে, ঘাসের উপর, ...