Skip to content
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি
Facebook Youtube
  • প্রথম পাতা
  • কবিতা
    • বড়দিনের কবিতা
    • ভালোবাসার কবিতা
    • প্রেমের কবিতা
    • মুক্তিযুদ্ধের কবিতা
    • রোমান্টিক কবিতা
    • শীতের কবিতা
    • বৃষ্টির কবিতা
    • বিজয় দিবসের কবিতা
    • জাতীয় শোক দিবসের কবিতা
    • ২১ শে ফেব্রুয়ারি কবিতা
    • একুশের কবিতা
    • ঈদের কবিতা
  • গল্প
    • অণুগল্প
    • ছোট গল্প
    • ভালোবাসার গল্প
    • প্রেমের গল্প
    • ভুতের গল্প
    • থ্রিলার সংকলন
    • সাইন্স ফিকশন
    • ভ্রমণ কাহিনি – Travel Story
  • উপন্যাস
    • ধারাবাহিক উপন্যাস
  • সিনেমানামা
  • লেখা পাঠান
  • সাপ্তাহিক স্রোত 📰
Menu
  • প্রথম পাতা
  • কবিতা
    • বড়দিনের কবিতা
    • ভালোবাসার কবিতা
    • প্রেমের কবিতা
    • মুক্তিযুদ্ধের কবিতা
    • রোমান্টিক কবিতা
    • শীতের কবিতা
    • বৃষ্টির কবিতা
    • বিজয় দিবসের কবিতা
    • জাতীয় শোক দিবসের কবিতা
    • ২১ শে ফেব্রুয়ারি কবিতা
    • একুশের কবিতা
    • ঈদের কবিতা
  • গল্প
    • অণুগল্প
    • ছোট গল্প
    • ভালোবাসার গল্প
    • প্রেমের গল্প
    • ভুতের গল্প
    • থ্রিলার সংকলন
    • সাইন্স ফিকশন
    • ভ্রমণ কাহিনি – Travel Story
  • উপন্যাস
    • ধারাবাহিক উপন্যাস
  • সিনেমানামা
  • লেখা পাঠান
  • সাপ্তাহিক স্রোত 📰

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

  • প্রকাশঃ
  • ফেব্রুয়ারি ৪, ২০২৪
  • ৫:১২ পূর্বাহ্ণ
রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

1. সাহেব সাজা বাঙালিদের প্রতি পদে ভয়, পাছে তারা বাঙালি বলে ধরা পড়েন
2.বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেয় এল বান

3. সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ

4. প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ।

5. চোখ কতটুকুই দেখে কান কতটুকুই শোনো স্পর্শ কতটুকুই বোধ করে। কিন্তু মন এই আপন ক্ষুদ্রতাকে কেবলই ছড়িয়ে যাচ্ছে।

6. যে পুরুষ অসংশয়ে অকুন্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আর্কষণ করিতে পারে।

7. তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি

8. যায় যদি লুপ্ত হয়ে থাকে শুধু থাক এক বিন্দু নয়নের জল কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল

9. অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখার মত বিড়ম্বনা আর হয় না

10. আমরা কথার অধীন, প্রধার অধীন অসংখ্য প্রবৃত্তির অধীন

11. সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব – আঁধারে মিশে গেছে আর সব।

12. রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া; বক্ষে বেজেছে বিদ্যুৎবাণ স্বপ্নের জাল ছেদিয়া

13. শিমুল কাঠই হোক আর বকুল কাঠই হোক, আগুনের চেহারাটা একই

14. ফাগুনের নবীন আনন্দে গানখানি গাঁথিলাম ছন্দে; দিল তারে বনবীথি কোকিলের কলগীতি, ভরি দিল বকুলের গন্ধে

15. পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ।

16. শর ভাবে, ছুটে চলি, আমি তো স্বাধীন, ধনুকটা একঠাঁই বদ্ধ চিরদিন। ধনু হেসে বলে, শর, জান না সে কথা- আমারি অধীন জেনো তব স্বাধীনতা

17. ফাল্গুনে বিকশিত কাঞ্চন ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল ।চঞ্চল মৌমাছি গুঞ্জরি গায় , বেণুবনে মর্মরে দক্ষিণবায়

18. এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রুবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা।

19. নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।

20. যৌবনের শেষে শুভ্র শৎরকালের ন্যায় একটি গভীর প্রশান্ত প্রগাঢ় সুন্দর বয়স আসে যখন জীবনের শেষে ফল ফলিবার এবং শস্য পাকিবার সময়

21. ভৈরব, তুমি কী বেশে এসেছ, ললাটে ফুঁসিছে নাগিনী, রুদ্র-বীণায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিণী?

22. আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে।

23. আমরা বন্ধুর কাছ থেকে মমতা চাই, সমবেদনা চাই, সাহায্য চাই ও সেই জন্যই বন্ধুকে চাই

24. ছোট ছোট মুখ জানে না ধরার দুখ, হেসে আসে তোমাদের দ্বারে। নবীণ নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি চেয়ে চেয়ে দেখে চারিধারে।

25. ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দানঃ আমার আপনহারা প্রাণ; আমার বাঁধন ছেঁড়া প্রাণ

26. মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে। কুহক লেখনী ছুটায়ে কুসুম তুলিছে ফুটায়ে, লিখিছে প্রণয়-কাহিনী বিবিধ বরন-ছটাতে

27. ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত

28. ক্ষুদ্রকে লইয়াই বৃহৎ, সীমাকে লইয়াই অসীম, প্রেমকে লইয়াই মুক্তি। প্রেমের আলো যখনই পাই তখনই যেখানে চোখ মেলি সেখানেই দেখি, সীমার মধ্যে সীমা নাই।

29. আমার মৃত্যুকালে তোমাকে যে- কথাটা বলিব মনে করিয়াছিলাম, আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে। আজ মনে হইতেছে, তুমি আমাকে যত শাস্তি দাও- না কেন আমি বহন করিতে পারিব।

30. ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি তন্দ্রা-জড়িমা মাজিয়া। এমন সময়ে, ঈশান, তোমার বিষাণ উঠেছে বাজিয়া। আমার তৃষ্ণা তোমার সুধা তোমার তৃপ্তি আমার সুধা

31. অসীম সে চাহে সীমার নিবিড় সঙ্গ সীমা হতে চায় অসীমের মাঝে হারা

32. সংসারে সেরা লোকেরাই কুড়ে এবং বেকার লোকেরাই ধন্য। উভয়রে সম্মিলন হলেই মণি কাঞ্চন যোগ। এই কুঁড়ে বেকারে মিলনের জন্যইতো সন্ধ্যেবেলাটার সৃষ্টি হয়েছে।যোগীদরে জন্য সকালবেলা রোগীদের জন্য রাত্রি কাজের লোকদের জন্য দশটা-চারটে।

33. নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয়, স্ত্রীর সম্বন্ধে তাহার ভাবটা সেইরূপ হইয়া উঠে

34. প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না

35. নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়

36. অপর ব্যাক্তির কোলে পিঠে চড়িয়া অগ্রসর হওয়ার কোন মাহাত্ম্য নাই – কারণ চলিবার শক্তিলাভই যথার্থ লাভ, অগ্রসর হওয়া মাত্র লাভ নহে

37. কখনো বা চাঁদের আলোতে কখনো বসন্তসমীরণে সেই ত্রিভুবনজয়ী, অপাররহস্যময়ী আনন্দ-মুরতিখানি জেগে ওঠে মনে

38. পুরুষের বুদ্ধি খড়গের মতো; শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো; যতই ধার দাওনা কেনো, তাতে বৃহৎ কাজ চলে না।

39. পহেরো পুরানো প্রাচীন ধরণী হয়েছে শ্যামল-বরনী, যেন যৌবন-প্রবাহ ছুটিছে কালের শাসন টুটাতে; পুরানো বিরহ হানিছে, নবীন মিলন আনিছে, নবীন বসন্ত আইল নবীন জীবন ফুটাতে

40. পএকটা মন আর একটা মনকে খুজিতেছে নিজের ভাবনার ভার নামাইয়া দিবার জন্য, নিজের মনের ভাবকে অণ্যের মনে ভাবিত করিবার জন্য।

41. পমেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে , কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমে চাপা দিবার সময়টাও পার হইয়া যাইবে । মেয়ের বয়স অবৈধ রকমে বাড়িয়া গেছে বটে , কিন্তু পণের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনো তাহার চেয়ে কিঞ্চিৎ উপরে আছে , সেইজন্যই তাড়া

42. পধর্ম যারা সম্পূর্ণ উপলব্ধি না করিয়া প্রচার করিতে চেষ্টা করে তহারা ক্রমশই ধর্মকে জীবন হইতে দূরে ঠেলিয়া থাকে। ইহারা ধর্মকে বিশেষ গন্ডি আঁকিয়া একটা বিশেষ সীমানার মধ্যে আবদ্ধ করে।

43. পপৃথিবীতে বালিকার প্রথম প্রেমেরমত সর্বগ্রাসী প্রেম আর কিছুই নাই। প্রথমযৌবনে বালিকা যাকে ভালোবাসে তাহার মত সৌভাগ্যবানও আর কেহই নাই। যদিও সে প্রেম অধিকাংশ সময় অপ্রকাশিত থেকে যায়, কিন্তু সে প্রেমের আগুন সব বালিকাকে সারাজীবন পোড়ায়।

44. পস্পন্দিত নদীজল ঝিলিমিলি করে, জ্যোৎস্নার ঝিকিমিকি বালুকার চরে । নৌকা ডাঙায় বাঁধা, কাণ্ডারী জাগে, পূর্ণিমারাত্রির মত্ততা লাগে

45. পআমি বিন্দুমাত্র আলো, মনে হয় তবু আমি শুধু আছি আর কিছু নাই কভু।পলক পড়িলে দেখি আড়ালে আমার তুমি আছ হে অনাদি আদি অন্ধকার!

46. পউপার্জনে আমাদের সুযোগ কম বলেই আসক্তি সঞ্ছয়ে ভিতু আমরা

47. পতর্কের বেলায় গৃহিণীর যুক্তিকে অকাট্য বলে কাজের বেলায় নিজের যুক্তিতে চলাই সৎ পরামর্শ

48. পসঞ্চয়ের বড়ো দুর্জয় নেশা …আমাদের দেশে ইহাকেই বলে নিরানব্বইয়ের ধাক্কা

49. পআনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম

50. পহে ভৈরব, হে রুদ্র বৈশাখ! ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপঃক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষাণ ভয়াল কারে দাও ডাক হে ভৈরব, হে রুদ্র বৈশাখ!

51. পস্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না

52. পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? নাহ, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।

53. ভালোবাসা হলো একমাত্র বাস্তবতা, এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়। এটি হলো একটি চিরন্তন সত্য যা যেই হৃদয়ে সৃষ্টি হয়, সেই হৃদয়ে থাকে।

54. আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।

55. গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।

56. কেউ বা মরে কথা বলে, আবার কেউ বা মরে কথা না বলে।

57. প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।

58. অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেস তৃণসম দহে।

59. ‘বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়’

60. সংসারেতে ঘটিতে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানি ক্ষয়।

61. মানুষের উপর বিশ্বাস হারানো পাপ।

62. যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে।

63. কী পাইনি তারই হিসাব মেলাতে মন মোর নহে রাজি।

64. যে মরিতে জানে সুখের অধিকার তাহারই। যে জয় করতে ভোগ করা তাহাকেই সাজে।

65. যে লোক পরের দুঃখকে কিছুই মনে করে না তাহার সুখের জন্য ভগবান ঘরের মধ্যে এত স্নেহের আয়োজন কেন রাখিবেন।

66. সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট।

67. হঠাৎ একদিন পূর্ণিমার রাত্রে জীবনে যখন জোয়ার আসে, তখন যে একটা বৃহৎ প্রতিজ্ঞা করিয়া বসে জীবনের সুদীর্ঘ ভাটার সময় সে প্রতিজ্ঞা রক্ষা করিতে তাহার সমস্ত প্রাণে টান পড়ে।

68. নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রাণীও বটে।

69. মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে, ‘আমি সব পারি’। তখন হঠাৎ আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে।

70. সংসারের কোন কাজেই যে হতভাগ্যের ভুদ্ধি খেলে না, সে নিশ্চয়ই ভাল বই লিখিবে।

71. যে ছেলে চাবামাত্রই পায়, চাবার পূর্বেই যার অভাব মোচন হতে থাকে; সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনকালে সুখী হতে পারেনা।

72. সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় – বিলম্ব তারই অদৃষ্টে আছে।

73. বিধাতা আমাদের বুদ্ধি দেনটি কিন্তু স্ত্রী দিয়েছেন, আর তোমাদের বুদ্ধি দিয়েছেন; তেমনি সঙ্গে সঙ্গে নির্বোধ স্বামীগুলোকেও তোমাদের হাতে সমর্পণ করেছেন। – আমাদেরই জিত।

74. বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না।

75. লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।

76. সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালবাসার স্বাদ থাকেনা – তরকারীতে লঙ্কামরিচের মত।

77. সাধারণত স্ত্রীজাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামীই ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে – যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে; সে নিতান্ত নিরীহ।

78. যারে তুমি নিচে ফেল সে তোমাকে বাঁধিবে যে নিচে। পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে।

79. ‘কত বড়ো আমি’ কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।

80. যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে

 

81. সময়ের সমুদ্রে আছি কিন্তু এক মুহুর্তে সময় নেই

82. আগুনকে যে ভয় পায়, সে আগুনকে ব্যবহার করতে পারে না

83. যৌবনই ভোগের কাল বার্ধক্য স্মৃতিচারণের

84. দীর্ঘ আয়ু দীর্ঘ অভিশাপ বিচ্ছেদের তাপ নাশে সেই বড়ো তাপ

85. নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছু নাই

86. যে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত করে, ঈশ্বরের অর্ঘ্য হতে সে হয় বঞ্চিত।

87. ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন?

88. “ খেয়াঘাটে ওঠে গান অশ্বথতলে ,পান্থ বাজায়ে বাঁশি আন্‌মনে চলে । ধায় সে বংশীরব বহুদূর গাঁয় , জনহীন প্রান্তর পার হয়ে যায় ” দূরে কোন্‌ শয্যায় একা কোন্‌ ছেলে বংশীর ধ্বনি শুনে

89. রাত কাটে, ভোর হয়, পাখি জাগে বনে —চাঁদের তরণী ঠেকে ধরণীর কোণে

90. ভয়ের তাড়া খেলেই ধর্মের মূঢ়তার পিছনে মানুষ লুকাতে চেষ্টা করে

91. মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে।

92. অনুগ্রহ দুঃখ করে, দিই, নাহি পাই। করুণা কহেন, আমি দিই, নাহি চাই।

93. আনন্দে আতঙ্কে নিশি নন্দনে উল্লাসে গরজিয়া মত্ত হাহা রবে ঝার সঞ্জীব বাধ উন্মাদিনী কালবৈশাখীর নৃত্য হোক তবে ।

94. তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা।

95. অক্ষমের লোভ আলাদিনের প্রদিপের গুজব শুনলেই লাফিয়া অঠে

96. সাত কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করনি

97. আমি পাইলাম , আমি ইহাকে পাইলাম

98. মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন

99. অতীতকাল যত বড় কালই হ’ক নিজের সম্বন্ধে বর্তমান কালের একটা স্পর্ধা থাকা উচিত। মনে থাকা উচিত তার মধ্যে জয় করবার শক্তি আছে।

100. মানুষ পণ করে পণ ভাঙিয়া ফেলিয়া হাঁফ ছাড়িবার জন্য
101. এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

সম্পর্কিত বিভাগ

  • Facebook Status Bangla, Fb Caption বাংলা, Sad Caption Bangla, ক্যাপশন | Facebook Caption Bangla, প্রথম পাতা, বাংলা সেরা কবিতা ক্যাপশন ২০২৪, বিখ্যাতদের উক্তি, ভালোবাসার স্ট্যাটাস, সর্বশেষ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
Prevআগের পোস্টFacebook Status: হুমায়ুন আহমেদের উক্তি (১০০০+) ফেসবুকে পোস্ট দেওয়ার জন্য | Humayun Ahmed
পরবর্তী পোস্টনাটক অথবা সিনেমার স্ক্রিপ্ট লেখার নিয়মNext
তিনটি প্রেমময় কবিতা

তিনটি প্রেমময় কবিতা

আগস্ট ২২, ২০২০ কবিতা প্রথম পাতা প্রেমের কবিতা
জয়ন্ত মল্লিক অরণ্যের রোদন আমার সমস্ত কথারা মরে গেলে- বাক্ জমিনে একটা গাছ পুঁতে দিও। কন্ঠ ফুঁড়ে শাখা-প্রশাখা মেলে দেবে আকাশের আহবানে,, তোমাদের শাণিত করাতের ...
বেগম রোকেয়া; নারী_কল্যাণ_কামনায় নিবেদিত এক প্রাণ

বেগম রোকেয়া; নারী_কল্যাণ_কামনায় নিবেদিত এক প্রাণ

ডিসেম্বর ৯, ২০২০ Uncategorized প্রথম পাতা প্রবন্ধ
এম.আরিফুজ্জামান  “কোন এক সম্ভ্রান্ত পরিবারের বয়ঃপ্রাপ্ত কন্যার বিয়ে দেনা-পাওয়ার জন্য ভেঙে গেলে কন্যাদায়গ্রস্ত পিতা পারিবারিক সম্মান ও মর্যাদা রক্ষার জন্য তার মাতাল ও দুশ্চরিত্র ভ্রাতুস্পুত্রের ...
অপরাজিতা তুমি

অপরাজিতা তুমি

জুলাই ২৯, ২০২১ অণুগল্প কাছে আসার গল্প গল্প
আশিক মাহমুদ রিয়াদ একটি বৃষ্টিস্নাত দিন । ১৪ ই শ্রাবণ ,১৪২৮ পশ্চিমপাড়া, বগালেক, কোলকাতা । জানলা দিয়ে এক ফালি কাগজ ছুঁড়ে মারলো কেউ। বৃষ্টিস্নাত দিন, ...
রেডরাম (Redrum) ওয়েবফিল্ম রিভিউ

রেডরাম (Redrum) ওয়েবফিল্ম রিভিউ

ফেব্রুয়ারি ২৩, ২০২২ প্রথম পাতা সর্বশেষ সিনেমানামা
ব্যপ্তি- ১৩২ মিনিট পরিচালক-ভিকি জাহেদ শ্রেষ্ঠাংশে- আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, মনোজ প্রামাণিক ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডরউইনের কথা আগে কখনো শুনেছেন? যারা শুনেছেন তারা জেনে থাকবেন ...
মা- আশেক এলাহী

মা- আশেক এলাহী

জুলাই ২৩, ২০২০ কবিতা প্রথম পাতা সর্বশেষ
আশোক এলাহি মুরগি যেমন ডানার নিচে আগলে রাখা ছানা, আচঁলের নিচে আগলে রাখা তিনিই হলেন মা। মা যে আমার এই পৃথিবীতে সবচেয়ে প্রিয়জন। সুখে-দুঃখে তিনি ...
রহস্যঘেরা শিমুলতলা : অন্তিম পর্ব

রহস্যঘেরা শিমুলতলা : অন্তিম পর্ব

ডিসেম্বর ৪, ২০২১ গৌতম সরকার থ্রিলার সংকলন প্রথম পাতা
গৌতম সরকার মোবাইল অনেকক্ষণ থেকে জানান দিচ্ছে একের পর এক মেসেজ ঢুকছে। দুবার ফোনও এসেছিল। বাড়িতে বসে কোজাগরী খুব চিন্তা করছে। এই মুহূর্তে অথর্বেরও কিছু ...

"সূচনা হোক জাগরণের"

রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

ছাইলিপি একটি তারুণ্য নির্ভর অনলাইন সাহিত্য সাময়িকী হিসেবে ২০২০ সালে যাত্রা শুরু করলেও বর্তমানে ছাইলিপি সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্যমূলক  বিষয়বস্তু প্রকাশ করে।  ছাইলিপির ওয়েবসাইট ও ইউটিউব মিলিয়ে প্রায় লক্ষ্যাধিক পাঠক/দর্শক যুক্ত আছে। ছাইলিপির স্লোগান, “সূচনা হোক জাগরণের”

মার্কেটিং ও টেকনিক্যাল সহায়তায়: রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি

 

Facebook-f Instagram Youtube

দিক নির্দেশনা

  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • বন্ধু হোন
  • প্রথম পাতা
  • সর্বশেষ
  • বাংলা গল্প
  • বাংলা সেরা কবিতা
  • সম্পাদকের লেখা

আমাদের থেকে চিঠি গ্রহণ করুন

Facebook-f Instagram Youtube

© সর্বস্বত্ত্ব সংরক্ষিত ছাইলিপি.কম ২০২৪

ফেব্রুয়ারি ২০২৪/ চতুর্থ সংস্করণ

  • প্রথম পাতা
  • কবিতা
    • বড়দিনের কবিতা
    • ভালোবাসার কবিতা
    • প্রেমের কবিতা
    • মুক্তিযুদ্ধের কবিতা
    • রোমান্টিক কবিতা
    • শীতের কবিতা
    • বৃষ্টির কবিতা
    • বিজয় দিবসের কবিতা
    • জাতীয় শোক দিবসের কবিতা
    • ২১ শে ফেব্রুয়ারি কবিতা
    • একুশের কবিতা
    • ঈদের কবিতা
  • গল্প
    • অণুগল্প
    • ছোট গল্প
    • ভালোবাসার গল্প
    • প্রেমের গল্প
    • ভুতের গল্প
    • থ্রিলার সংকলন
    • সাইন্স ফিকশন
    • ভ্রমণ কাহিনি – Travel Story
  • উপন্যাস
    • ধারাবাহিক উপন্যাস
  • সিনেমানামা
  • লেখা পাঠান
  • সাপ্তাহিক স্রোত 📰
  • প্রথম পাতা
  • কবিতা
    • বড়দিনের কবিতা
    • ভালোবাসার কবিতা
    • প্রেমের কবিতা
    • মুক্তিযুদ্ধের কবিতা
    • রোমান্টিক কবিতা
    • শীতের কবিতা
    • বৃষ্টির কবিতা
    • বিজয় দিবসের কবিতা
    • জাতীয় শোক দিবসের কবিতা
    • ২১ শে ফেব্রুয়ারি কবিতা
    • একুশের কবিতা
    • ঈদের কবিতা
  • গল্প
    • অণুগল্প
    • ছোট গল্প
    • ভালোবাসার গল্প
    • প্রেমের গল্প
    • ভুতের গল্প
    • থ্রিলার সংকলন
    • সাইন্স ফিকশন
    • ভ্রমণ কাহিনি – Travel Story
  • উপন্যাস
    • ধারাবাহিক উপন্যাস
  • সিনেমানামা
  • লেখা পাঠান
  • সাপ্তাহিক স্রোত 📰