এলো রমজান, এলো পবিত্রতার রমজান, আত্মহারা আজ খুশিতে মন-প্রাণ
অতীতের সব পাপ মুছে যাবে আজ, রহমতের এই দিনে যদি করি শপথ!
রহমতের আলোয় আলোয় আজ বিশুদ্ধ এ প্রাণ! এলো মাহে রমজান, এলো মাহে রমজান
বাতাসে বয়ে আতর আগর ঘ্রাণ, এলো মাহে রমজান, এলো মাহে রমজান।
খোদার গোলামে পরিপূর্ণ হবে হৃদয়,যেথায় তোমার ভেজা অশ্রু শুকায়,
যেথায় কোমল হয় পাষাণ হৃদয়!সব ভুলে যাও আজ, শান্তিতে ভরে এই প্রাণ, প্রভুর গোলামে মাতোয়ারা প্রাণ!
শান্তিতে ভেসে বেড়ায় মণ প্রাণ,শুভ্রতা আজ নীল আকাশে,
অথবা ঝরে মধুর বারিঝরে, নীল আকাশের ছায়া তলে।
খোদার বান্দারা আজ, রোজা রেখে, করে প্রভুর গোলামি! প্রভুর নির্দেশে আজ ঝরে বারি! ঝরো বারি তুমি অঝোরে ঝরোকরো প্রভু তুমি রহম করো!
এলো রমজান, এলো পবিত্রতার রমজান, আত্মহারা আজ খুশিতে মন-প্রাণ, অতীতের সব পাপ আজ মুছে যাবে, রহমতের এই দিনে যদি আজ করি শপথ!
রহমতের আলোয় আলোয় আজ বিশুদ্ধ এ প্রাণ! এলো মাহে রমজান, এলো মাহে রমজান। বাতাসে বয়ে আতর আগর ঘ্রাণ, এলো মাহে রমজান, এলো মাহে রমজান।
সব ভুলে আজ এসো মসজিদে যাই, খোদার দরবারে লাখো শুকরিয়া জানাই
পবিত্র রমজানে তাই, এসো সু-পথে।
নামাজ রোজায় মাতি পবিত্রায়, বাতাসে বয়ে আতর-আগর ঘ্রান, এলো মাহে রমজান এলো মাহে রমজান।
এলো রমজান, এলো পবিত্রতার রমজান
এলো মাহে রমজান, মন হলো বিশুদ্ধ
বাতাসে বয়ে আতর আগর ঘ্রাণ
এলো মাহে রমজান, এলো মাহে রমজান।
এলো মাহে রমজান
সব কিছু ত্যাগ করে
ইসলামে দাও ধ্যান-জ্ঞান
বছরঘুরে এলো মাহে রমজান
পাপের বোঝা নাও কমিয়ে নাও
খোঁদার রহমতের এই বারিধারায়
এলো রে রমজান, এলো মাহে রমজান
সিয়াম সাধনায়, কমে আসবে পাপ
পূণ্যের তালিকায় যোগ হবে নাজাত
নিজেকে সাজাও আজ নতুন করে
পবিত্রার এ মাস জুড়ে
রমজান এলো, রমজান এলো রমজান
পাপকে ধুয়ে আজ সাজো হে মুসলমান
সর্বশ্রেষ্ঠ তিনি, তিনি মহান!
মুছে যাবে আছে যা আঁধার
জীবন বদলে যাবে এই উছিলায়!
শোনো হে মুমিন, শোনো এলো রমজান
পাপের বোঝা কমাও হে বলিয়ান,
শূন্য হাতে করো নতো মাথা,
খোদার তরে সপো এই দুনিয়ায়
চারদিকে আজ কত কি সাজে,
খোদার রহমতে দুনিয়া রাঙে!
পাখির গুঞ্জরণ, বাগিচা সাঝে!
আঁতর আগরের শুভ্র ঘ্রাণে
সেহেরীর আগে সব বান্দা সজাগ
ইফতারে নেমে আসে রহমত!
শোনো হে মুমিন, শোনো এলো রমজান
পাপের বোঝা কমাও হে বলিয়ান,
শূন্য হাতে করো নতো মাথা,
খোদার তরে সপো এই দুনিয়ায়!
এলো রমজান, এলো রমজান, এলো রমজান এলো রমজান!
দুনিয়ায় সব পাপ মুছে যাবে আজ,
ফিলিস্তিনিদের রহম করো খোদা,
ইফতারে দাও হেদায়েত দাও,
জালিমের অন্ধকারে দাও আলো দাও।
রহম করো খোদা রহম করো
মুছে দাও পাপ আছে যত!
ধ্বংস করো দুনিয়ার জালিম যত!
শোনো হে মুমিন, শোনো এলো রমজান
পাপের বোঝা কমাও হে বলিয়ান,
শূন্য হাতে করো নতো মাথা,
খোদার তরে সপো এই দুনিয়ায়!
সংযমের মাসে একটি বিশেষ অনুরোধ- পরম করুনাময়ের দয়ায় আপনার রিজিকে হয়ত ভালো খাবার আছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে যা অনেকে এই রমজান মাসে খেতে নাও পারে। কিংবা অনেকে এমন জায়গায় আছেন যেটা তার জন্য অত্যন্ত স্পর্শকাতর। আপনি বলতেই পারেন আমার টাকায় আমার খাবার সেটা দেখাতে অসুবিধা কি? কোন অসুবিধা নেই। তবে এটাই ইসলামের সৌন্দর্য্য। রিজিককে মানুষের সামনে প্রদর্শন নয় বরং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করাই আসল ইবাদত। আমি ব্যক্তিগতভাবে যেকোন সময়ে কোন খাবারের ছবি স্টোরি/পোস্টে দিতে ভীষণ অপারগতা প্রকাশ করি। আপনারাও এই চর্চাটি অব্যাহত রাখুন, অন্যসময়ে না করুন অন্তত সংযমের মাসে সংযম করুন।
“রমজানে আসুন আল্লাহর রহমত এবং করুণার প্রতি আমাদের ইবাদত প্রকাশ করা যাক। সহীহভাবে রমজানের কর্তব্য পালন করি”
পাতাটি ভিজিট করুন: https://chailipi.com/নামাজের-সময়সূচি/
রমজানের সেরা কবিতা সংকলন