রমজান এলো শুভ্রতার বার্তা নিয়ে

রমজান এলো শুভ্রতার বার্তা নিয়ে

আশিক মাহমুদ রিয়াদ

মাহে রমজান এলো বছর ঘুরে,
শান্তি শুভ্রতার বার্তা নিয়ে,
রমজানে পরিশুদ্ধ থাকি সবাই
সালাত-সিয়ামে মশগুলে
এসো ভাই, মসজিদে যাই
কোরআন পাঠে মশগুল থাকি সবাই!

এলো রমজান, এলো পবিত্রতার রমজান
আত্মহারা আজ খুশিতে মন-প্রাণ
অতীতের সব পাপ মুছে যাবে আজ
রহমতের এই দিনে যদি করি শপথ!
রহমতের আলোয় আলোয় আজ বিশুদ্ধ এ প্রাণ!
এলো মাহে রমজান, এলো মাহে রমজান
বাতাসে বয়ে আতর আগর ঘ্রাণ
এলো মাহে রমজান, এলো মাহে রমজান।

খোদার গোলামে পরিপূর্ণ হবে হৃদয়,
যেথায় তোমার ভেজা অশ্রু শুকায়,
যেথায় কোমল হয় পাষাণ হৃদয়!
সব ভুলে যাও আজ, শান্তিতে ভরে এই প্রাণ
প্রভুর গোলামে মাতোয়ারা জাহান!

শান্তিতে ভেসে বেড়ায় মণ প্রাণ,
শুভ্রতা আজ নীল আকাশে,
অথবা ঝরে মধুর বারিঝরে,
নীল আকাশের ছায়া তলে,
খোদার বান্দারা আজ, রোজা রেখে
করে প্রভুর গোলামি!
প্রভুর নির্দেশে আজ ঝরে বারি!
ঝরো বারি তুমি অঝোরে ঝরো
করো প্রভু তুমি রহম করো!

এলো রমজান, এলো পবিত্রতার রমজান
আত্মহারা আজ খুশিতে মন-প্রাণ
অতীতের সব পাপ আজ মুছে যাবে
রহমতের এই দিনে যদি আজ করি শপথ!
রহমতের আলোয় আলোয় আজ বিশুদ্ধ এ প্রাণ!
এলো মাহে রমজান, এলো মাহে রমজান
বাতাসে বয়ে আতর আগর ঘ্রাণ
এলো মাহে রমজান, এলো মাহে রমজান।

সব ভুলে আজ এসো মসজিদে যাই
খোদার দরবারে লাখো শুকরিয়া জানাই
পবিত্র রমজানে তাই, এসো সু-পথে
নামাজ রোজায় মাতি পবিত্রায়
বাতাসে বয়ে আতর-আগর ঘ্রান
এলো মাহে রমজান এলো মাহে রমজান।

অতীতের সব ভুলে ভেদাভেদ,
বাড়িয়ে দেই যোগাযোগ,
বাড়াই আত্মীয়তা, খোদার প্রেমে যে শান্তি-প্রিয়তা!
অতীতের সব ভুলে ভেদাভেদ,
হৃদয়কে করে মোমের মতন,
পূণ্যের আলোয় আজ গলে যায় মন
প্রভুর তরে আজ সোপি নিজেদের,
অশ্রুশিক্ত আজ চরম ক্ষোভ,
বরফ গলে হয় শান্ত নদী,
ভুলে যাই আজ সব যন্ত্রণা,
প্রভুর ক্ষমায় যে নেই উপমা!

এলো রমজান, এলো পবিত্রতার রমজান
এলো মাহে রমজান, মন হলো বিশুদ্ধ
বাতাসে বয়ে আতর আগর ঘ্রাণ
এলো মাহে রমজান, এলো মাহে রমজান।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
মি. নোবডি মুভির পেছনের বিজ্ঞান

মি. নোবডি মুভির পেছনের বিজ্ঞান

খান আলাউদ্দিন সমান্তরাল মহাবিশ্ব তত্ত্বের মতে, আমাদের পরিচিত মহাবিশ্বের বাহিরেও অসীম সংখ্যক মহাবিশ্ব থাকতে পারে। কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ফলে স্থানকালের শূন্যতার ভেতর এদের উৎপত্তি ঘটে। এসব ...
ট্রিকস এন্ড টিপস                  

ট্রিকস এন্ড টিপস                  

জালাল উদ্দিন লস্কর শাহীন হোটেলে নাস্তার পর কাউন্টারে  বিল দিয়ে বেরুনোর সময় ওয়েটার হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়ে দিলেন।অবাক হলো রুবিন।আমাদের কাছ থেকে এটিকেট আর ...
জোড়া কবিতা- লুনা রাহনুমা

জোড়া কবিতা- লুনা রাহনুমা

লুনা রাহনুমা   হৃদয় ঢেকে রেখেছিলাম কুসুমে কোমলে বাজার থেকে কিনে আনা দামি সুগন্ধে, গোলাপে আতরে জরির ওড়নায় লোকচক্ষুর অন্তরালে – আমার মগজের পচে যাওয়া ...
বঞ্চিত চিত্রকরদের নতুন ছবি- মহীতোষ গায়েন

বঞ্চিত চিত্রকরদের নতুন ছবি- মহীতোষ গায়েন

 মহীতোষ গায়েন রংতুলি সব হারিয়ে গেছে তবুও কষ্ট এঁকেছি চিত্রপটে,সব দু:খগুলো একটু একটু করে রঙিন হবে,তারপর একদিন নিলাম হবে,চড়া দরে বিকোবে চিত্রপট। আস্তিন গুটিয়ে নিয়েছে ...
হালচালে সত্য পাপ

হালচালে সত্য পাপ

গোলাম রববানী    আমি অনেকবার চেয়েছি ন্যায্য কথাটি বলে ফেলি ঠিক যতবার ভেবেছি আমি অই শব্দগুলো হারিয়েছি হারিয়েছি ঠিক বলব না হয়তো ব্যবহার করা হয় ...
সার্থক শিক্ষা  -মোস্তাফিজুর রহমান হিমেল

সার্থক শিক্ষা -মোস্তাফিজুর রহমান হিমেল

|মোস্তাফিজুর রহমান হিমেল     আমি সেই কল্যাণ কামনা করিতেছি, যার আগমনে সার্থক হইবে পুস্তিকা পণ্ডশ্রম।   আমি সেই পর্বতের কথা বলিতেছি, যার শীতলতা-নিপীড়িত ব্যাক্তির ...