আশিক মাহমুদ রিয়াদ
মাহে রমজান এলো বছর ঘুরে,
শান্তি শুভ্রতার বার্তা নিয়ে,
রমজানে পরিশুদ্ধ থাকি সবাই
সালাত-সিয়ামে মশগুলে
এসো ভাই, মসজিদে যাই
কোরআন পাঠে মশগুল থাকি সবাই!
এলো রমজান, এলো পবিত্রতার রমজান
আত্মহারা আজ খুশিতে মন-প্রাণ
অতীতের সব পাপ মুছে যাবে আজ
রহমতের এই দিনে যদি করি শপথ!
রহমতের আলোয় আলোয় আজ বিশুদ্ধ এ প্রাণ!
এলো মাহে রমজান, এলো মাহে রমজান
বাতাসে বয়ে আতর আগর ঘ্রাণ
এলো মাহে রমজান, এলো মাহে রমজান।
খোদার গোলামে পরিপূর্ণ হবে হৃদয়,
যেথায় তোমার ভেজা অশ্রু শুকায়,
যেথায় কোমল হয় পাষাণ হৃদয়!
সব ভুলে যাও আজ, শান্তিতে ভরে এই প্রাণ
প্রভুর গোলামে মাতোয়ারা জাহান!
শান্তিতে ভেসে বেড়ায় মণ প্রাণ,
শুভ্রতা আজ নীল আকাশে,
অথবা ঝরে মধুর বারিঝরে,
নীল আকাশের ছায়া তলে,
খোদার বান্দারা আজ, রোজা রেখে
করে প্রভুর গোলামি!
প্রভুর নির্দেশে আজ ঝরে বারি!
ঝরো বারি তুমি অঝোরে ঝরো
করো প্রভু তুমি রহম করো!
এলো রমজান, এলো পবিত্রতার রমজান
আত্মহারা আজ খুশিতে মন-প্রাণ
অতীতের সব পাপ আজ মুছে যাবে
রহমতের এই দিনে যদি আজ করি শপথ!
রহমতের আলোয় আলোয় আজ বিশুদ্ধ এ প্রাণ!
এলো মাহে রমজান, এলো মাহে রমজান
বাতাসে বয়ে আতর আগর ঘ্রাণ
এলো মাহে রমজান, এলো মাহে রমজান।
সব ভুলে আজ এসো মসজিদে যাই
খোদার দরবারে লাখো শুকরিয়া জানাই
পবিত্র রমজানে তাই, এসো সু-পথে
নামাজ রোজায় মাতি পবিত্রায়
বাতাসে বয়ে আতর-আগর ঘ্রান
এলো মাহে রমজান এলো মাহে রমজান।
অতীতের সব ভুলে ভেদাভেদ,
বাড়িয়ে দেই যোগাযোগ,
বাড়াই আত্মীয়তা, খোদার প্রেমে যে শান্তি-প্রিয়তা!
অতীতের সব ভুলে ভেদাভেদ,
হৃদয়কে করে মোমের মতন,
পূণ্যের আলোয় আজ গলে যায় মন
প্রভুর তরে আজ সোপি নিজেদের,
অশ্রুশিক্ত আজ চরম ক্ষোভ,
বরফ গলে হয় শান্ত নদী,
ভুলে যাই আজ সব যন্ত্রণা,
প্রভুর ক্ষমায় যে নেই উপমা!
এলো রমজান, এলো পবিত্রতার রমজান
এলো মাহে রমজান, মন হলো বিশুদ্ধ
বাতাসে বয়ে আতর আগর ঘ্রাণ
এলো মাহে রমজান, এলো মাহে রমজান।