রহমতুল্লাহ লিখন এর তিনটি কবিতা

রহমতুল্লাহ লিখন এর তিনটি কবিতা

রহমতুল্লাহ লিখন 

 

এক

এখন আমার কঠিন তরল বায়বীয় লক্ষ্য

আমি আনন্দিত বিমোহিত,

আপনার পা চেটে চরম পুলকিত।

জীবন এখন স্বার্থক শোভিত, 

দয়া করে কাছে টেনে করেন বাধিত।

 

খবর খাই, খবর পড়ি,

খবর বানাই, খবরে হয় বাড়ি গাড়ি।

দেখে শুনে বুঝে গণ মানুষ ছেড়ে,

শহুরে দালানের সিমেন্ট পাথর ধরি।

 

গরীব মরলে আমার কি!

সকালের নাস্তায় কত পদ,

কে কার সাথে দেখছে রথ,

খোঁজ না রাখলে জমবে কি!

 

চলুক যাত্রা বেধড়ক মাত্রা,

সত্য বলে কোন সে ফাতরা।

আমি বাঁচলেই বাপের নাম,

শ্বাস যতদিন পা চাটাই এখন কাম।

 

দুই.

পঁচা গলা আহা! কি সুন্দর জীবন

রহমতুল্লাহ লিখন 

 

খাচ্ছেন, ঘুরছেন,হাসছেন, ঘুমাচ্ছেন

আর কি কিছু চাচ্ছেন?

 

ও মা, মুক্তি? ওটা বাদ গেল যে, 

 

আহা! মুক্তি মানেই তো তিন বেলা খাওয়া, 

একালের বুদ্ধিজীবীর বাণী, 

ভূরিভোজনটাই তো সবচেয়ে বড় পাওয়া।

 

তাহলে বইয়ের পাতায় যে পড়েছিলাম,

মুক্তি, স্বাধীনতা ভিন্ন জিনিস জেনেছিলাম। 

 

ঐসব শুধু এক্সাম আর বইয়ের ভাজেই রাখুন।

এখন শুধু আরামে আয়েসে চায়ের কাপে বিকেলের রোদ, 

পঁচতে থাকা বিবেকটারে ঘষে ঘষে মাখুন।

 

কিন্তু আরাম পাচ্ছি না কেন?

বেঁচে থাকাকে মনে হচ্ছে চলমান

ময়লার ভাগাড়ের দূর্গন্ধে মোড়া যেন তেন।

 

আরে না! চোখ বন্ধ করুন। ঘরেই আছে সুখ,

চারিদিকে দেখছেন না, 

পা চেটে বিদ্যানদের আহা! কি হাসি মুখ।

 

তাহলে বায়ান্ন,উনসত্তর,একাত্তর?

 

আবার মনে টনে ঐগুলো  আনেন কেন?  

পেয়েছেন তো গনতন্ত্রের রোদ্দুর।

না হয় একটু কথা বলা বারণ,

মুক্ত চিন্তাকে করে দিয়েছি বিস্মরণ।

 

ওহ! যাক, তাহলে আর খটকা লাগার সমস্যা নাই।

মনে এখন এসেছে বুঝ,

উড়তে চাচ্ছে যারা, তাদের খাঁচায় থাকাই শ্রেয়।

বাইরে সব আধ গলা লাশ  দিন কাটাচ্ছি,

গুন গুন করে নিজেরই গালি শোনাচ্ছি। 

নিরব শিক্ষার ঝিকমিকি আলোয় 

মরে গিয়ে সুন্দর জীবন পাচ্ছি রোজ ।

 

তিন.

চির সুলতানের সুলতাননামা

 

ক্ষীণস্রোতা স্বচ্ছ জলের চিত্রা নদীর পাড়ে,

বোহেমিয়ান জীবনের মোড়ে মোড়ে,

সোদা কাদা মাটির গন্ধ মেখে

প্রকৃতি রেখেছে তোমারে আদরের দুলাল করে।

কৃষকের ক্লান্তদিন, কৃষানীর স্বপ্নের বিভোরতা- 

দেখেছ ধ্যানমগ্ন মহিমায় আপন স্বাধীনতা। 

আরাধনার তৃপ্তিতে আপ্লুত হয়েই শিশু স্বর্গের সূচনা,

কারণ বুঝেছিলে তারাই করতে পারে

এক সুস্থ জাতির রচনা।

তোমার  কৃষক হাড় জির জিরে নয়,

যাদের কাঁধে দেশ তারা বলিষ্ঠ পেশিবহুল হয়।

গ্রামবাংলার খেটে খাওয়া মানুষ, 

শ্রমিক, কৃষাণ, এদেশের কাদাজলের ফানুস 

সাথে সেই মাঠ, প্রান্তর, সবুজ ধানক্ষেত,

যেখানে জমি কর্ষণরত চাষী, রাখালেরা বাঁশীর সুরে মগ্ন, 

উৎসব পর্বণে মত্ত বাঙালী নেই জাতি ভেদ।

জেলে মাছ ধরায় ব্যস্ত, গৃহস্থালীর কাজে 

পল্লীবালা, মাছকোটা, ধানবোনায় ব্যস্ত সুখী পরিবার

দিন শেষে তারা কুপির আলোতে হুর পরী সাজে।

 কুঁড়েঘর, উঠোন, খড়ের পালা, কলাগাছের সারি, অলস 

দুপুরে গৃহিনীরা গল্পে ব্যস্ত। গোধূলী বেলায় তাদের কাখে কলস।

 সারি সারি তাল, নারকেল গাছ, বনজঙ্গল, নদীতে

পালতোলা নৌকা, মাঝির ভাটিয়ালী সুর, 

জাল দিয়ে মাছ ধরা, গুনটানায় ব্যস্ত মাল্লা, 

নদীর ঘাটে কলসীতে জল আনতে গ্রাম্য বধূর সলাজ চাওয়া, 

সবখানেই  ছিল তোমার তুলির ছোয়া। 

আপামরের জীবন যুদ্ধ দেনা পাওনাই ছিল

তোমার কাছে শ্বাসত ভালোবাসাই ছিল প্রধান,

তুমি আমাদের মানসপটের সদা রাজত্বের সুলতান।

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
ব্যবধান  | আশিকুর রহমান বিশ্বাস

ব্যবধান  | আশিকুর রহমান বিশ্বাস

 | আশিকুর রহমান বিশ্বাস     তখন আমন ধানের মতো ঘ্রাণ তার চুলে। শুনেছিলাম, কাকের ডাক তবু আহা কী মধুর! এলো সে ক্ষীণপদে হেঁটে যেনবা ...
অসুখী তুই, আগুনখেকো

অসুখী তুই, আগুনখেকো

অনঞ্জন আগুনখেকো মানুষ দেখে যুঁই তাকে সুগন্ধে ভোলাতে চায় যুঁই-এর সুগন্ধে, নীরব বন্দনায় নেশা লাগে আগুনখেকোর নারকীয় রং দেখায়, ক্ষত দেখায়, চেটে নেয় স্বাদু ফোঁটা, ...
হে প্রিয় জন্মভূমি

হে প্রিয় জন্মভূমি

সাইফুল ইসলাম মুহাম্মদ আমি যদি আবার পূর্নজন্ম হয়ে ফিরে আসি শ‍্যামল সবুজ মায়ায় ভরা আমার এ ছোট্র গাঁয়ে। আমি মানুষ হয়েই বারবার ফিরব মাগো তোমার ...
নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের প্রায়শ্চিত্ত কবিতা আবৃত্তি

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের প্রায়শ্চিত্ত কবিতা আবৃত্তি

তাসলিমা নাসরিন আমি যদি চতুর সুদর্শনা তুমি দাদা আস্ত একটা চাঁদ । চুরি করে দেখলে আকাশ—দেখি জোছনায় হৃদয় কেমন নাচে । তুমি যদি আস্ত একটা ...
রক্তরস [চতুর্থ পর্ব]

রক্তরস [চতুর্থ পর্ব]

আশিক মাহমুদ রিয়াদ চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকলেন মুসলেম উদ্দিন। সকালের আলো ফোঁটা শুরু করেছে। পাখি ডাকছে,আকাশের দিকে তাকালে এখনো অস্পষ্ট আধ ফালি চাঁদ দেখা যায়৷ ...
সত্যিই কি শাকিবকে চুমু দিয়েছেন সোনাল চৌহান? Dard Movie Relased | Trailer | Teaser

সত্যিই কি শাকিবকে চুমু দিয়েছেন সোনাল চৌহান? Dard Movie Relased | Trailer | Teaser

সিনেমানামা শাকিব খানের সাথে চুটিয়ে অভিনয় করছেন ইমরান হাশমির একসময়ের নায়িকা সোনাল চৌহান। ২০০৮ সালে মুক্তি পাওয়া বলিউড ব্লকবাস্টার জান্নাত সিনেমায় ইমরান হাশমীর বিপরীতে ছিলেন ...