রাখাল ছেলে, রাখাল ছেলে
একটু ফিরে চাও!
মেঠোপথের পথটি ধরে
কোথায় তুমি যাও?
আমি যাচ্ছি চারণভূমে
মেষ চড়াবো ভাই,
সবুজ সতেজ ঘাস সেখানে
আর কোথাও নাই!
মেষগুলো সব ছেড়ে দিয়ে
বসবো গিয়ে ছায়,
মনের যতো দুঃখ আছে
উঁকি দিয়ে যায়।
বটতলাতে বসবো আমি
বাজবে বাঁশির সুর,
স্বপ্নের দেশে যাবো আমি
যাবো অচিনপুর।
যেথায় আছে মনের মানুষ
ঘুরবো তারই সাথ ;
সুখের ভেলায় ভাসবো দু’জন
হাতে রেখে হাত।