|সাফিকুল আলাম
বিয়ের আয়েজন করা হোক চাঁদনি রাতে।
নক্ষত্ররা বরযাত্রী সাজবে।
তোমার আর আমার মাঝে,
“এক আল্লাহ্ই যথেষ্ট হবে সাক্ষী হিসাবে।”
আমাদের বিয়ের আসরে,
জোনাকিরা এসে ভিড় জমাবে,
আমরা দু’জনে মিলে অতি বিচক্ষণতার সাথে,
অগণিত জোনাকির মাঝে,
সর্দার নির্বাচন করবো একটি জোনাকিকে।
জোনাকির সর্দার তোমার সম্মুখে গিয়ে বলবে…
এ ‘মেহরুবা’ তোমার প্রশংসায় ‘সাফিকের’ লিখা
একটি কবিতা দেনমোহোর হিসেবে ধার্য হলো,
এই বিয়েতে তোমার সম্মতি দাও বলো কবুল, কবুল, কবুল।
তুমি আগ্রহের সাথে বলবে কবুল, কবুল, কবুল।
আমি ধন্যবাদ দিবো সেই মহান সত্ত্বাকে,
যার বদৌলতে হয়েছে এই বিয়ের আয়োজন।
যদি একান্ত প্রয়োজন হয় কারো দোয়ার
তবে আমাদের জন্য দোয়া করবে জোনাকির দল।o