ব্যপ্তি- ১৩২ মিনিট
পরিচালক-ভিকি জাহেদ
শ্রেষ্ঠাংশে- আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, মনোজ প্রামাণিক
ব্রিটিশ বিজ্ঞানী চার্লস ডরউইনের কথা আগে কখনো শুনেছেন? যারা শুনেছেন তারা জেনে থাকবেন মানুষ্য বিবর্তনের রূপ রেখা ধরে ডরউইন একটি তত্ত্ব দিয়েছিলেন। যে তত্বে দেখানো হয়েছে সময়ের সাথে সাথে প্রাণীদের পরিবর্তন কিভাবে হয়েছে। একসময়ের বানর থেকে সময়ের ব্যবধানে আজকের মানুষের এই বিবর্তনের কথা তিনি এই তত্বে উল্লেখ করেছেন।এ নিয়ে আছে নানা যুক্তিতর্ক৷ আপাতত আমরা ডারউইনের বিবর্তনের ভুলত্রুটির যুক্তিতর্কে যেতে চাইনা৷ এই টুকু লেখার কারণ হচ্ছে একটা কথা মাথায় রাখুন, একটা ব্লাক গরিলার কথা মাথায় রাখুন। রিভিউটার শেষ অবদি গিয়ে এই গরিলার কথা আপনাকে জানাতে পারবো।
রেডরাম। সম্প্রতি মুক্তি পাওয়া চরকির নতুন ওয়েবফিল্ম। যেটি পরিচালনা করেছেন ভিকি জাহিদ। যাকে ছোটপর্দার বাজেট থ্রিলার মেকার হিসেবে বললে ভুল হবে না। একের পর এক খেল দেখিয়ে যাচ্ছেন এই পরিচালক৷ এখন পর্যন্ত তার একটি কাজ দেখে খুব একটা হতাশ হয়নি দর্শকেরা।
অল্পের মধ্যে যে তুফান উঠানো যায়, গল্পের সাবলিলতায় মুদ্রার এপিঠকে ওপিঠ করে আবার ওপিঠকে এপিঠ করে দেখানো যায় সেটি ভিকি জাহিদ খুব দারুণ ভাবেই স্ক্রিণপ্লেতে ফুটিয়ে তোলেন। যে ব্যাপারটি শেষে গিয়ে মাথায় প্যাঁচ লাগতে লাগতে প্যাঁচ খুলে দেয়৷ রোলার কোস্টারে চেপে বসা্র মতো।
পারিবারিক দাম্পত্য জীবনের কোলাহল! একজন বিচক্ষণ তদন্ত কর্মকর্তা। যার জীবনে দুঃখ কষ্ট বলতে তার ভার্সিটি জীবনের একমাত্র গার্লফ্রেন্ডের কোন একটা অজানা শোকে কাতর হয়ে শেষমেষ আত্মহত্যা এবং খুব কাছের এক বন্ধুর খুন হওয়ার তদন্ত নিয়েই এগিয়েছে রেডরুমের গল্প।
এই ওয়েবফিল্মে অভিনয় করেছেন আজিজুল হাকিম, লিড রোলে রাশেদ চরিত্রে আফরান নিশো, মেহজাবিন চৌধুরী, মনজ প্রামাণিক, নাদিয়া, অপু সরকার শিল্পি, নাসির উদ্দিন খান সহ আরও অনেকে। এদের মধ্যে সবাই প্রাণবন্ত অভিনয় করেছেন৷
ভিকি জাহেদ বোধয় স্ক্রিপ্টিং এর দিকে খুব বেশি মনযোগ দেন৷ সংলাপের বৈশিষ্ট্যতা সাবলিলভাবেই রাখেন। সাথে জুড়েন কিছু দর্শনের কথাবার্তা। এসবই তার কাজের মান বাড়িয়ে দেয়। গল্প ছোট হোক তবে সেটির লেন্থ ঘুরিয়ে পেচিয়ে অনেকাংশে বাড়িয়ে নেন। স্ক্রিণপ্লে কিছু অংশে স্লো মনে হলেও, গল্পের শেষ দিকে উত্তেজনায় টেনে টেনে দেখার প্রবণতা যাদের আছে তারা সে কাজ বাদ দেন না।
জাহেদের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ, পরস্পরের সাথে সংযুক্ত বিদ্রোহী দীপনের দুর্দান্ত সিনেমাটোগ্রাফি। ক্যামেরা এঙ্গেল, ড্রোন শট সব কিছুই যেন মিলেমিশে ভালো কিছুর সৃষ্টি করেছে।ব্যাকগ্রাউন্ড মিউজিক যথেষ্ট ভালো।
যেহেতু গল্পটি খুন নিয়ে এগিয়েছে সেহেতু ছোট একটা স্পয়লার দেই। Redrum শব্দটিকে উলটো করুন। গল্পের হালকা স্পয়লার পেয়ে যাবেন। কিন্তু হঠাৎ করে তদন্ত কর্মকর্তা রাশেদের বন্ধুর আকষ্মিক খুন হওয়ার শেষে কি হলো? আপাতত সেই ডরউইন ঘুরিয়ে গরিলার কাছে চলে যাই। আপনি কি লেখাটি পড়ার সময় একবারও সেই ব্লাক গরিলার কথা মাথায় রেখেছেন?
এই ব্লাক গরিলার কথা জানতে হলে আপনাকে অবশ্যই রেডরাম দেখতে হবে। “মানুষের জীবনের সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা। ভিকি জাহেদের এই কাজ দেখতে না পাওয়ার আগ্রহ নিয়ে সেই ঘুরে ফিরে দেখে ভালো লেগে আবারও রিভিউ লিখতে বাধ্য হলাম। উনি ভবিষ্যতে দর্শকদের দারুণ কিছু উপহার দিতে চলেছেন। তার জ্বলন্ত উদাহরণ রেডরাম।
আরও পড়ুন : শাটিকাপ- Shaticup Webseries Review
রিভিউ – আশিক মাহমুদ রিয়াদ