রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবি নি সম্ভব হবে কোনোদিন

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবি নি সম্ভব হবে কোনোদিন

রবীন্দ্রনাথ ঠাকুর

রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা,
ভাবি নি সম্ভব হবে কোনোদিন।

আগে ওকে বারবার দেখেছি
লালরঙের শাড়িতে
দালিম ফুলের মতো রাঙা;
আজ পরেছে কালো রেশমের কাপড়,
আঁচল তুলেছে মাথায়
দোলনচাঁপার মতো চিকনগৌর মুখখানি ঘিরে।
মনে হল, কালো রঙে একটা গভীর দূরত্ব
ঘনিয়ে নিয়েছে নিজের চার দিকে,
যে দূরত্ব সর্ষেখেতের শেষ সীমানায়
শালবনের নীলাঞ্জনে।
থমকে গেল আমার সমস্ত মনটা;
চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে।

হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে
আমাকে করলে নমস্কার।
সমাজবিধির পথ গেল খুলে,
আলাপ করলেম শুরু —
কেমন আছ, কেমন চলছে সংসার
ইত্যাদি।

(পুরো কবিতাটি আবৃত্তি শুনুন)

 

সে রইল জানলার বাইরের দিকে চেয়ে
যেন কাছের দিনের ছোঁয়াচ-পার-হওয়া চাহনিতে।
দিলে অত্যন্ত ছোটো দুটো-একটা জবাব,
কোনোটা বা দিলেই না।
বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় —
কেন এ-সব কথা,
এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা।

আমি ছিলেম অন্য বেঞ্চিতে
ওর সাথিদের সঙ্গে।
এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে।
মনে হল কম সাহস নয়;
বসলুম ওর এক-বেঞ্চিতে।
গাড়ির আওয়াজের আড়ালে
বললে মৃদুস্বরে,
“কিছু মনে কোরো না,
সময় কোথা সময় নষ্ট করবার।
আমাকে নামতে হবে পরের স্টেশনেই;
দূরে যাবে তুমি,
দেখা হবে না আর কোনোদিনই।
তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে,
শুনব তোমার মুখে।
সত্য করে বলবে তো?

আমি বললেম, “বলব।”
বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধোল,
“আমাদের গেছে যে দিন
একেবারেই কি গেছে,
কিছুই কি নেই বাকি।”

একটুকু রইলেম চুপ করে;
তারপর বললেম,
“রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে।”

খটকা লাগল, কী জানি বানিয়ে বললেম না কি।
ও বললে, “থাক্‌, এখন যাও ও দিকে।”
সবাই নেমে গেল পরের স্টেশনে;

আমি চললেম একা !

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
জীবনানন্দ দাশের সাহিত্য  – একটি সংক্ষিপ্ত বিবরণ | প্রবন্ধ

জীবনানন্দ দাশের সাহিত্য  – একটি সংক্ষিপ্ত বিবরণ | প্রবন্ধ

শিবশিস মুখোপাধ্যায়   জীবনানন্দের গ্রামীণ বাংলার কবিতা বাংলাদেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাঁর কবিতাগুলি বাঙালি জাতিসত্তার, বিশেষত 1960-এর দশকে এবং একাত্তরের ...
ঈদে বাড়ি ফেরা সম্পর্কে পাঁচটি ইমোশনাল বিজ্ঞাপন

ঈদে বাড়ি ফেরা সম্পর্কে পাঁচটি ইমোশনাল বিজ্ঞাপন

প্রতি বছর বাড়ি ফেরার উৎসব মানুষের জীবনে শান্তি নিয়ে আসে। নাড়ির টানে বাড়ি ফেরার এ আনন্দ অপার্থিব। গ্রামের সবুজ-শীতল পরিবেশ, গাছতলায় নিজের স্বপ্নের ঘর আর ...
আইসিসি টি ২০ বিশ্বকাপের চুড়ান্ত সময়সূচী ২০২৪

আইসিসি টি ২০ বিশ্বকাপের চুড়ান্ত সময়সূচী ২০২৪

স্পোর্টস ম্যানিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪,২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ,টি ২০ বিশ্বকাপ ২০২৪ সময়সূচি,বিশ্বকাপ ২০২৪,টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর সময়সূচি,টি বিশ্বকাপ ২০২৪ সময়সূচি,টি-টোয়েন্টি বিশ্বকাপ,টি-টোয়েন্টি বিশ্বকাপ,বিশ্বকাপের খবর,টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022,টি-২০ বিশ্বকাপ,টি২০ ...
ছেলেবেলার ঈদের খুশি

ছেলেবেলার ঈদের খুশি

ইমতিয়াজ সুলতান ইমরান কিছু স্মৃতি, কিছু প্রীতি, যায় না ভোলা কভু স্মৃতির মায়া, প্রীতির মায়া, হয় না জবু-থবু। কিছু স্মৃতি বিশেষ ক্ষণে মনটা নাড়ে ঠিকই ...
আখেরী চাহার সোম্বা ২০২৪

আখেরী চাহার সোম্বা ২০২৪

আখেরি চাহার সোম্বা মানে কী? আখেরী চাহার শোম্বা ইসলাম ধর্মাবলম্বীদের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। আখেরী চাহার শোম্বা আরবী ও ফার্সি ভাষার শব্দসমষ্টি। আখেরী আরবি শব্দ, ...