কবিতাপ্রথম পাতাপ্রেমের কবিতারোমান্টিক কবিতাসর্বশেষ

তোমার গায়ে হলুদে

অমিত মজুমদার

আমার ঘরে বাঘ এসেছে
তোমার দেহে কুমীর কেটে খাল
দাঁড়িয়ে আছি মাঝ আকাশে
দেখতে পাচ্ছি আপেল রাঙা গাল।

একটু না হয় দোলই খাবো
পায়ের নীচে অলীক থাবা চাই
শ্বাপদ বিপদ যাই বলো না
আসলে সব ডুবন্ত বনসাই।

তোমার চোখেও জল জমেছে
কুমীর ডাঙাই খেলতে হবে আজ
তাই তো এমন নদীর তীরে
গ্রহণ বেলাও লিখেছে তার সাজ।

আঁধার কার্ডে সলতে নড়ে
হাওয়া বদলে উঠতে থাকে ঝড়
বাঘের লেজে কামড় দিয়ে
বুকের থেকে বুকের দিকে জ্বর।

তুমি একটু সামলে ওঠো
ফাঁদের গায়ে চাঁদ লেগে হয় শোক
কলঙ্ক যা সরিয়ে রেখে
কুমির ডাঙায় গায়েহলুদ হোক।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]