প্রজাপতি খেলা-আনোয়ার রশীদ সাগর
শিউলি ফুটেছিল, ঝরে যাচ্ছে;
মেঘেরাও হারিয়ে যাচ্ছে নীল আকাশের আড়ালে
ছায়াপথে আজ আঁধারের বিশালতা,
কোন একদিন রাখালিয়া সুরে ঝরায়েছিল জোছনা
স্বপ্নস্রোতের সে পথে লক্ষকোটি এ চোখ চেয়ে চেয়ে
অনুভব করে হেমন্তের পিঠা ভাজা ঘ্রাণ।
চাঁদ আজও ওঠে আকাশে ধ্রুপদীর তা-না-না সুরে,
দ্বীপ জ্বেলে এলিয়েন ঢেউ ভাঙে হৃদয়ে
রক্তক্ষরণ হয় সমুদ্র স্রোতে
বিরহ প্রেমের সীমানা খুঁজি ঈশ্বরের বুকে।
হেঁটে হেঁটে ক্লান্ত সুরেলা গীত,সুদূরে হারায় ন্যানো পাখি;
বিমূর্ত কীটেরা কুরে কুরে খায় ঈম্বরী বুক
ল্যাম্পপোষ্ট জ্বালিয়ে খোঁজে সুখের ঠিকানা
তবু অমানিশার হেমন্তে নর্তকী নাচে,নাচে;
গায়ই সে স্মৃতি জাগানো গীত