বিছানায় ফুল

বিছানায় ফুল

আশিক মাহমুদ রিয়াদ

অপার্থিব এক রাতের ছন্দগান,
যে রাতে ভ্রমরদের হয়েছে হৃদয়হরণ!
বিচ্ছেদের আগুনে জ্বলে নীল তারা
শিহরণে ভাসে নগ্ন নীল ডুমুর
যৌবে নাচে যৌনের গ্রীবে গ্রীবে চুমুর!





পাপের তাপে জ্বলে অশোক নক্ষত্র,
পাপের ডাক বাক্সে আসে নগ্নপ্ত্র
ঠায় আকাশে চাঁদ দ্বগ্ধ স্থির,
আধখাওয়া চাঁদে, কত কিছু চুরি হয়ে যায়
বেদনার নগ্ন মাঝরাত্তিরে বাজে,
কাসার থালার ঝনঝনি!




তাও রাত জুড়ে চলে শেকলদাপট,
কারাগারে নগ্ন ক্ষুধায় ন্যুইয়ে পরে কায়েদী!
রাস্তার ফুটপাতে, গাম টেনে শুয়ে থাকে নিঃসঙ্গ নিরুপায়!
বড়লোকের গ্লাস থেকে এসে আলো পড়ে তার মুখে।

সেই মুগুড় রাতের কথা,
বিছানায় সাজে তপ্ত ফুলের গান,
সুবাস ছড়ায়..গন্ধে ম ম করে শুধারঞ্জন!




সাজে মদের বোতলে বাজে শুড়ি খানার গান,

ধস্তাধস্তি, ফিসফিস, চুম্বনের চাটিতে ঘুম ভেঙে যায়
নিঃসঙ্গ নিরুপায়-চোখ কাতরায়,
গামের ঠোঙা পঁচে, সুখ সেজেছে ছ’তলায়
নয় ছ’য়ের জীবনে তাস খেলায় সড়ক বাতি!
তেড়ে আসে..সিঁধেল চোরা!

হারামজাদা..এ কি তোর বাপের সম্পত্তি?
ঢেলে দেই যদি গরম পানি, ভাগ বসাবি?
ছোঁড়া চোখ বুলে হেটে যায় তপ্ত বাগানে!
সেখানেও চলে নগ্ন ফুলের কার সাজি!
কাঁচের গ্লাসে বিন্দু বিন্দু মেঘ জমে।




আস্তে,ধীরে সুস্থে..গ্রীবে নাচে ললুপ জিহ্বের তেজ!
ধীরে ধীরে অসাড় হয়ে যায় সে, গামের ঢোঙায় ঢেলে
আরো কয়েক পেগ, হোস হোস করে টেনে
ভেতরে নিয়ে যায় আরও কয়েক ধাপ
এরপর আসে নগ্ন নৃত্য!
ছোঁড়াও একদিন বড় হয়।
তার বাঁপ থাকে, পাপের স্বর্গে!
বিলাসী ফ্লাটের ছ’তলায়।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
সাড়ে ষোল: আসছে আফরান নিশোর নতুন সিরিজ

সাড়ে ষোল: আসছে আফরান নিশোর নতুন সিরিজ

বাংলাদেশ কাঁপিয়ে এবার আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ মুক্তি পাচ্ছে ওপার বাংলা অর্থাৎ কোলকাতায়…অনেকেই প্রত্যাশা করছেন কোলকাতায় সিনেমাটি মুক্তি পেলে বাংলাদেশের মতোই সাড়া পাবে। এ ...
কবিতা : অপলাপ

কবিতা : অপলাপ

ড.গৌতম সরকার ভেবেছিলাম আশ্বিনের ঝরা মেঘে বৃষ্টি হবে, হীরক কুচির ঘোর আলপনায় আমার দুয়ার,  উঠোন, কলতলা, তুলসীমঞ্চে লক্ষ্মী জেগে উঠবে, কোত্থেকে হিংসুটে একচিলতে হাওয়া  ভুঁইফোড় ...
কথাদিঘি

কথাদিঘি

মনোজ চৌধুরী দূরত্বের পরিমাপ অধিক বলে- খসখসে হৃদয়ের চারিদিক কথারা পাড়ি দেয়; নিজের আত্মকথন প্রকাশের জন্য আমি স্পর্শ করতে পারি হৃদয়ের শব্দধ্বনি সেগুলো আড়ালে রাঙামাটি ...
ভালোবাসার গল্প : বিচ্ছিন্ন মগ্নতা

ভালোবাসার গল্প : বিচ্ছিন্ন মগ্নতা

তানবীর সজিব আজ দোসরা শ্রাবণ। অধিকাংশ সময়ে আকাশ মেঘাচ্ছন্ন থাকে। এই রোদ তো এই বৃষ্টি। ঘাসের সবুজ ডগা শুকানোর আগেই আবার বৃষ্টি নামে। বৃষ্টি একটু ...
জানালার ওপাশে- মুহাম্মদ শামীম

জানালার ওপাশে- মুহাম্মদ শামীম

  মুহাম্মদ শামীম    সবকিছু কেন জানালার ওপাশে থাকে কিছুটা অন্তত এদিক ওদিক থাক; প্রেম ভালোবাসা না হয় বাদ দিলাম ফুল, চাঁদ, বাহারি আসমান, মেঘের ...
চিত্ত যেথা ভয়শূন্য

চিত্ত যেথা ভয়শূন্য

ছোট গল্প – অদিতি ঘোষদস্তিদার   আকাশটা আজ বড্ড বেশি  নীল। এমনটাই কি ছিল আগেও? না কি দীর্ঘ আঠারোমাসের যন্ত্রণাময় চার দেওয়ালের কুটুরী ছেড়ে বেরিয়ে ...