আরিফুল ইসলাম
মহান নেতা ডাক দিলেন।
জেগে ওঠো সবে,
ঝাঁপিয়ে পড়ো ওদের ওপর
নিঃশেষ করতে হবে।
সাড়া দিল বীর বাঙালি
মহান নেতার ডাকে,
লড়বে তারা প্রাণপণে
যতক্ষণ প্রাণ থাকে।
জীবন দিয়ে হলেও তাঁরা
করবে এ দেশ স্বাধীন,
শত্রুর কাছে মাথা নত নয়
আর নয় পরাধীন।
যে যেখানে সেখান থেকেই
যুদ্ধে গেল নেমে,
উজ্জীবিত হলো তাঁরা
তাঁদের স্বদেশ প্রেমে।
রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
১৬ ই ডিসেম্বরে,
বিজয় নিশান উড়লো সেদিন
বাংলার ঘরে ঘরে।
স্বাধীনতার স্বাদ পেল যে
সেদিন বীরের জাতি,
ইতিহাসের পাতায় লেখা
তাঁদের বিজয়,খ্যাতি।
বিশ্ব আজ শ্রদ্ধা জানায়
সেই মহান বীরদের,
যাঁদের ত্যাগে পেয়েছি দেশ
গর্ব ওঁরা মোদের।
লাল সবুজের পতাকাতে
হলো ওঁরা অমর,
ওঁদের নামে গান গেয়ে যায়
ফুলে – ফুলে ভ্রোমড়।
ওঁরা ছিল বাংলাদেশের
সাচ্চা খাঁটি সোনা,
থেকে গেলাম আমরা আজও
ওঁদের কাছে দেনা।
সময় হয়েছে করতে হবে
ওঁদের দেনা শোধ,
পার পাবে না দোসরেরা
নেবোই প্রতিশোধ!