লাল সবুজের পতাকায়

লাল সবুজের পতাকায়

আরিফুল ইসলাম

মহান নেতা ডাক দিলেন।
জেগে ওঠো সবে,
ঝাঁপিয়ে পড়ো ওদের ওপর
নিঃশেষ করতে হবে।

সাড়া দিল বীর বাঙালি
মহান নেতার ডাকে,
লড়বে তারা প্রাণপণে
যতক্ষণ প্রাণ থাকে।

জীবন দিয়ে হলেও তাঁরা
করবে এ দেশ স্বাধীন,
শত্রুর কাছে মাথা নত নয়
আর নয় পরাধীন।

যে যেখানে সেখান থেকেই
যুদ্ধে গেল নেমে,
উজ্জীবিত হলো তাঁরা
তাঁদের স্বদেশ প্রেমে।

রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
১৬ ই ডিসেম্বরে,
বিজয় নিশান উড়লো সেদিন
বাংলার ঘরে ঘরে।

স্বাধীনতার স্বাদ পেল যে
সেদিন বীরের জাতি,
ইতিহাসের পাতায় লেখা
তাঁদের বিজয়,খ্যাতি।

বিশ্ব আজ শ্রদ্ধা জানায়
সেই মহান বীরদের,
যাঁদের ত্যাগে পেয়েছি দেশ
গর্ব ওঁরা মোদের।

লাল সবুজের পতাকাতে
হলো ওঁরা অমর,
ওঁদের নামে গান গেয়ে যায়
ফুলে – ফুলে ভ্রোমড়।

ওঁরা ছিল বাংলাদেশের
সাচ্চা খাঁটি সোনা,
থেকে গেলাম আমরা আজও
ওঁদের কাছে দেনা।

সময় হয়েছে করতে হবে
ওঁদের দেনা শোধ,
পার পাবে না দোসরেরা
নেবোই প্রতিশোধ!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
তিশার সম্পর্কে বইয়ে কি লিখেছেন মুশতাক?

তিশার সম্পর্কে বইয়ে কি লিখেছেন মুশতাক?

কে এই খন্দকার মোশতাক আহমেদ? খন্দকার মুশতাক আহমেদ এর শৈশব কৈশোর কেটেছে রাজধানীর মতিঝিলে। গ্রামের বাড়ি ঢাকার অদূরে সৈয়দ নগর, শিবপুর, নরসিংদী। পড়াশুনা করেছেন নটর ...
রান্নাঘর 

রান্নাঘর 

 |হরেকৃষ্ণ দে   রোদজ্বলা পঁচারঙের খড়ের চালের ভেতর থেকে মুখ উঁচিয়ে আছে বাঁশের গুটিকয়েক বাতা পাশে দেয়াল ঘেষে লকলকে পাতা মেলা একটা গাঁদাল গাছ এটাই ...
ছোটগল্প - শ্যাওড়া গাছের বেদনা

ছোটগল্প – শ্যাওড়া গাছের বেদনা

আশিক মাহমুদ রিয়াদ মধ্যদুপুরে উঠানের শ্যাওলা পড়া গাছটার বাদাম দিকে তাকিয়ে ছিলাম। চোখে মুখে ঘুমের আবির্ভাব। বার বার হাই তুলতে হচ্ছে। হাত থেকে মাছের গন্ধ ...
"বিস্মৃত সৈনিক" 

“বিস্মৃত সৈনিক” 

আব্দুল্লাহ অপু  অন্যদিনের চাইতে আজ বেশি আগে ঘুম থেকে উঠেছেন মিঃ ওডারল্যান্ড। পার্থ শহরে তাঁর সমসাময়িক বন্ধু যারা আছেন তাঁরা এত ভোরে ঘুম থেকে উঠেন ...
মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ -দীর্ঘ পথের স্মৃতি কথা  [পর্ব- ২ ]

মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ -দীর্ঘ পথের স্মৃতি কথা [পর্ব- ২ ]

মিরাজুল হক  দু সপ্তাহের  একটা ক্লাশ রুম ট্রেনিং দিয়ে আমার পেশাদারী জীবনের চলা শুরু । মিস্টার রজত মৈত্র তখন  কন্-টেস্ট ( KonTest )-এর ট্রেনিং ম্যানেজার ...
শেষ যাত্রা

শেষ যাত্রা

আবিদ হোসেন জয় [১] সি.এন.জি ড্রাইভার আব্বাস মিয়া পরপর দু’বার চায়ের কাপে চুমুক দিয়ে হাত ঘড়ির দিকে তাকালেন। রাত সাড়ে এগারোটা বাজে। তিনি বড় রাস্তার ...