লাল সবুজের পতাকায়

লাল সবুজের পতাকায়

আরিফুল ইসলাম

মহান নেতা ডাক দিলেন।
জেগে ওঠো সবে,
ঝাঁপিয়ে পড়ো ওদের ওপর
নিঃশেষ করতে হবে।

সাড়া দিল বীর বাঙালি
মহান নেতার ডাকে,
লড়বে তারা প্রাণপণে
যতক্ষণ প্রাণ থাকে।

জীবন দিয়ে হলেও তাঁরা
করবে এ দেশ স্বাধীন,
শত্রুর কাছে মাথা নত নয়
আর নয় পরাধীন।

যে যেখানে সেখান থেকেই
যুদ্ধে গেল নেমে,
উজ্জীবিত হলো তাঁরা
তাঁদের স্বদেশ প্রেমে।

রক্তক্ষয়ী যুদ্ধ শেষে
১৬ ই ডিসেম্বরে,
বিজয় নিশান উড়লো সেদিন
বাংলার ঘরে ঘরে।

স্বাধীনতার স্বাদ পেল যে
সেদিন বীরের জাতি,
ইতিহাসের পাতায় লেখা
তাঁদের বিজয়,খ্যাতি।

বিশ্ব আজ শ্রদ্ধা জানায়
সেই মহান বীরদের,
যাঁদের ত্যাগে পেয়েছি দেশ
গর্ব ওঁরা মোদের।

লাল সবুজের পতাকাতে
হলো ওঁরা অমর,
ওঁদের নামে গান গেয়ে যায়
ফুলে – ফুলে ভ্রোমড়।

ওঁরা ছিল বাংলাদেশের
সাচ্চা খাঁটি সোনা,
থেকে গেলাম আমরা আজও
ওঁদের কাছে দেনা।

সময় হয়েছে করতে হবে
ওঁদের দেনা শোধ,
পার পাবে না দোসরেরা
নেবোই প্রতিশোধ!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
লুনা রাহনুমার- চারটি পরমাণু গল্প

লুনা রাহনুমার- চারটি পরমাণু গল্প

১. ফাঁস লোকটি ফাঁস নিয়েছে গলায়। কলা গাছের মতো মোটা লোকটি সিলিং ফ্যানের কোমরে লুঙ্গি পেঁচিয়ে ঝুলে পড়েছে। লোকে বলে, পুরুষ মানুষকে লড়তে জানতে হয়। ...
এক পৃথিবী

এক পৃথিবী

রিয়াদ হায়দার তোমার চোখের একটা ফোঁটা বৃষ্টি হয়ে যখন ঝরে, আমার তখন বুকের মাঝে কেমন যেন কাঁপন ধরে ! যখন তোমার হাসির ছটায় রোদের কণা ...
নিবন্ধ- বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীতে-আমাদের কৈফিয়ত

নিবন্ধ- বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকীতে-আমাদের কৈফিয়ত

ডঃ গৌতম সরকার আজকে ভাবতে বসলে রূপকথার মত মনে হয়, বেশি নয়, একশো ষাট-সত্তর বছর আগের ঘটনা৷ বাংলার ঘরে ঘরে বহু শিশু, কিশোরী, যুবতী সাদা ...
তারা ও জোনাক পোকা

তারা ও জোনাক পোকা

বিরহের কবিতা – কাজী সামসুল আলম    সবাই মিলে সন্ধ্যা বেলা সেদিন মাঠে বসে পড়ল দেখি আকাশ থেকে একটি তারা খসে, আকাশ জুড়ে হৈ হুল্লোড় ...
কবিতা-বিদায় কিংবদন্তী

কবিতা-বিদায় কিংবদন্তী

রাজীব হাসান   ফুটবল বিশ্বের রাজপুত্র দিয়াগো ম্যাডোনা গোটা বিশ্ব ফুটবল কখনো তোমাকে ভুলবে না।   পায়ের জাদুতে করেছো তুমি বিশ্ব ফুটবল জয় কোটি ফুটবল ...
চিরন্তন বাংলাদেশের গল্প

চিরন্তন বাংলাদেশের গল্প

আশিক মাহমুদ রিয়াদ একটি নিকশ কালো রাত, বাতাসে ভেসে বেড়ায় ষড়যন্ত্রের ফিসফিস- কুমন্ত্রণার তোড়জোড় নির্লিপ্ত স্বরযন্ত্রের কড়াল গর্জন, রাস্তায় বের হয় শ’খানেক জলপাই রঙা ট্যাংক। ...