লাশকাঁটা ঘরে

লাশকাঁটা ঘরে

আশিক মাহমুদ রিয়াদ

কতদিন সেঁধে যেচে লিখিনা
ধূসর মলিন পান্ডুলিপি
ওসবে জমেছে ধুলো
প্রতিবাদগুলো নির্বাক অমলিন
তাও রক্তচুষেছে নিকৃষ্ট হারামজাদার দল..
জোঁক হয়ে লুটেছে রক্তহীন রক্তজবার বুকে!

এ সাম্রাজ্য! শুধু ঘামের নর্দমায় গুটি কয়েক পারিশ্রমিক!
সপাটে অন্ধকারে রাতখেকো জাগুয়া পশুর দল!
জোস্নার বনকে ওরা ভালো থাকতে দিলো না,
আকুতি কিংবা অভিযোগ, বুক জ্বলে চোখ ছলছল!,

তাও তো ঐ টাকার জাহাজে আগুন ধরিয়ে হাসে রাক্ষসের হাসি!
অন্ধকারে বিলীন হয়, রুটি রুজি নির্বিকার অন্ধ হাসি!
তাও তো ঘুরে ফিরে বিতন্ডায় জড়িয়ে নিজেকে খোঁয়াই,
নিজেও সেঁধে যেচে নর্দমার বিদঘুটে কাঁদা-মাখাই!

আর কত পরাবাস্তব দিন আসবে যাবে!
এ শব্দসম্ভারের বুক জুড়ে..
এভাবে আর কত নদী শুকাবে…বসন্তের আক্ষেপে!
ঘেন্না হয় তবু নিজের প্রতি,
বারং বার নিজেকে আগলে রাখি….

অগ্নুৎ্পাতের মতো বিস্ফোরিত হয়
ধৈর্যের উত্তপ্ত আগুন,
ক্রোধের রাজপথে রাঙে মায়ার ফাগুন।
ভেস্তে যায় সব, নিছক কোন রংহীন সমীকরণে!
প্রস্থান যদি হতো সমাধান, সেই পথ খুঁজতাম সবার আগে!

লাশ কাঁটা ঘরের ব্লেডে

আশিক মাহমুদ রিয়াদ

নিজেকে সাজাও আজ,
নিজের মতো করে,
ভীষণ কষ্ট দাও, রাতজ্বরে
ওদিকে চেয়ে দেখো,
স্বাক্ষাৎ কেউ, ঠায় দাঁড়ায়ে।

ডুবে যাও, অসুখ-শ্রীঘরে।
কলমে ফিসফিস, দুঃখ বলো কারে?
সব মিলেমিশে তাই,
একটা সিগারেট চিৎকারে!

মৃতদেহ ডাক পাঠায়,
ভীষণ পাপের বোঝায়!
সিলিফিস আর গনোরিয়ায়
নেক্রোপলিসে ঘুরে বেড়ায়
নেক্রোফিলিয়া রাক্ষস!

বাইরে বৃষ্টি আজ কাঁদে,
রাক্ষস আজ হাসে,
নারকীয় ক্ষোভে,
শয়তান ঘুরে ভেসে
সম্ভোগের নগ্ন নদীতে।

তাও যদি মনে পড়ে আমায় তোমার,
চিঠি লিখো রক্ত দিয়ে,
শিহরণ ভেজা কামনায়,
তুমি আমায় মনে রেখো মৌনতায়।

ডাকবাক্সে ফিসফিস
কবিতায় আজ বিষফিস
মাথাজুড়ে টুপটাপ, গুপচুপ।
এসো ছন্দ মেলাই, জীবন অংকে।
দুঃখ চাপি আজ, লাশকাটা ঘরের ব্লেডে।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বাংলা ব্যান্ড সঙ্গীতে; মা'কে নিয়ে যে গানগুলো হৃদয় ছুঁয়ে যায়!

বাংলা ব্যান্ড সঙ্গীতে; মা’কে নিয়ে যে গানগুলো হৃদয় ছুঁয়ে যায়!

আশিক মাহমুদ রিয়াদ আজ মা দিবস। মা-ছোট্ট একটি শব্দ। কিন্তু এই শব্দের পরিধি কিংবা বিস্তৃতি কি বিশাল। সৃষ্টি শুরু থেকে এই শব্দটি শুধু মধুর নয়,ভালোবাসার,আবাগের,ক্ষমতার ...
হলুদ ফেরীর গল্প

হলুদ ফেরীর গল্প

আশিক মাহমুদ রিয়াদ নদী মাতৃক বাংলাদেশের সাথে ফেরী সার্ভিস এর এক অনন্ত মিল। হলুদ ফেরি। যেটি ফেরি ইউটিলিটি নামে বেশ পরিচিত। এই ফেরি সার্ভিস কালের ...
হাওড়া ব্রিজের যে অলৌকিক ঘটনা কেউ জানে না | Howrah Bridge News | Horor Story

হাওড়া ব্রিজের যে অলৌকিক ঘটনা কেউ জানে না | Howrah Bridge News | Horor Story

হাওড়া ব্রিজের যে অলৌকিক ঘটনা কেউ জানে না | Howrah Bridge News | Horor Story    
মিরাজুল হকের প্রবন্ধ

মিরাজুল হকের প্রবন্ধ

আজকের  প্রেক্ষাপটে  নন্দিনী  রঞ্জন ও বিশু পাগলার  প্রাসঙ্গিকতা  মিরাজুল  হক    মনে হয় দেশটা এখন যক্ষপুরী । পৌরাণিক যক্ষপুরী নয় । রক্তকরবীর যক্ষপুরী । এই ...
অণুগল্প : শিউলি ফুল

অণুগল্প : শিউলি ফুল

লুনা রাহনুমা বৃন্তচ্যুত একটি শিউলি শরতের সকালে কুয়াশা মাখা ঘাসে লুটিয়ে পড়েছে। জগত সংসার থেকে আজ তার একরকম মুক্তি মিলেছে। সামাজিকতার দায় চুকেছে চিরতরে। যদিও ...
7 Answers to the Most Frequently Asked Questions About Automobile

7 Answers to the Most Frequently Asked Questions About Automobile

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...