লাশকাঁটা ঘরে

লাশকাঁটা ঘরে

আশিক মাহমুদ রিয়াদ

কতদিন সেঁধে যেচে লিখিনা
ধূসর মলিন পান্ডুলিপি
ওসবে জমেছে ধুলো
প্রতিবাদগুলো নির্বাক অমলিন
তাও রক্তচুষেছে নিকৃষ্ট হারামজাদার দল..
জোঁক হয়ে লুটেছে রক্তহীন রক্তজবার বুকে!

এ সাম্রাজ্য! শুধু ঘামের নর্দমায় গুটি কয়েক পারিশ্রমিক!
সপাটে অন্ধকারে রাতখেকো জাগুয়া পশুর দল!
জোস্নার বনকে ওরা ভালো থাকতে দিলো না,
আকুতি কিংবা অভিযোগ, বুক জ্বলে চোখ ছলছল!,

তাও তো ঐ টাকার জাহাজে আগুন ধরিয়ে হাসে রাক্ষসের হাসি!
অন্ধকারে বিলীন হয়, রুটি রুজি নির্বিকার অন্ধ হাসি!
তাও তো ঘুরে ফিরে বিতন্ডায় জড়িয়ে নিজেকে খোঁয়াই,
নিজেও সেঁধে যেচে নর্দমার বিদঘুটে কাঁদা-মাখাই!

আর কত পরাবাস্তব দিন আসবে যাবে!
এ শব্দসম্ভারের বুক জুড়ে..
এভাবে আর কত নদী শুকাবে…বসন্তের আক্ষেপে!
ঘেন্না হয় তবু নিজের প্রতি,
বারং বার নিজেকে আগলে রাখি….

অগ্নুৎ্পাতের মতো বিস্ফোরিত হয়
ধৈর্যের উত্তপ্ত আগুন,
ক্রোধের রাজপথে রাঙে মায়ার ফাগুন।
ভেস্তে যায় সব, নিছক কোন রংহীন সমীকরণে!
প্রস্থান যদি হতো সমাধান, সেই পথ খুঁজতাম সবার আগে!

লাশ কাঁটা ঘরের ব্লেডে

আশিক মাহমুদ রিয়াদ

নিজেকে সাজাও আজ,
নিজের মতো করে,
ভীষণ কষ্ট দাও, রাতজ্বরে
ওদিকে চেয়ে দেখো,
স্বাক্ষাৎ কেউ, ঠায় দাঁড়ায়ে।

ডুবে যাও, অসুখ-শ্রীঘরে।
কলমে ফিসফিস, দুঃখ বলো কারে?
সব মিলেমিশে তাই,
একটা সিগারেট চিৎকারে!

মৃতদেহ ডাক পাঠায়,
ভীষণ পাপের বোঝায়!
সিলিফিস আর গনোরিয়ায়
নেক্রোপলিসে ঘুরে বেড়ায়
নেক্রোফিলিয়া রাক্ষস!

বাইরে বৃষ্টি আজ কাঁদে,
রাক্ষস আজ হাসে,
নারকীয় ক্ষোভে,
শয়তান ঘুরে ভেসে
সম্ভোগের নগ্ন নদীতে।

তাও যদি মনে পড়ে আমায় তোমার,
চিঠি লিখো রক্ত দিয়ে,
শিহরণ ভেজা কামনায়,
তুমি আমায় মনে রেখো মৌনতায়।

ডাকবাক্সে ফিসফিস
কবিতায় আজ বিষফিস
মাথাজুড়ে টুপটাপ, গুপচুপ।
এসো ছন্দ মেলাই, জীবন অংকে।
দুঃখ চাপি আজ, লাশকাটা ঘরের ব্লেডে।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
মেয়েটা-ডঃ গৌতম সরকার / সাপ্তাহিক সংখ্যা-১৮

মেয়েটা-ডঃ গৌতম সরকার / সাপ্তাহিক সংখ্যা-১৮

ডঃ গৌতম সরকার   ‘এই মেয়েটা ভেলভেলেটা ‘ আমার সঙ্গে যাবি ! অনেকদিন ভাত খাসনি পেট ভরে ভাত খাবি…!   এই মেয়েটা…..ভিক্ষে করিস !!! আমার ...
চিঠিপত্রের যুগ

চিঠিপত্রের যুগ

স্বপঞ্জয় চৌধুরী কবিতা লিখতে পারতাম বলে বন্ধুরা ভিড় করতো প্রেমপত্র লিখে দেয়ার আবদারে। কবি মানেই প্রেমিক নয়। তবে প্রেমবোধ তার ভিতরে একবিন্দুও কম নেই। অক্ষরে ...
কয়েকটি কবিতা

কয়েকটি কবিতা

অভিশাপ  দালান জাহান দুঃখের চেয়ে বড়ো দুঃখ নিয়ে চোখের জলায় লাফিয়ে ওঠে চাষ করা মাছ। জীবনের চেয়ে ছোট অথচ দীর্ঘ সেতু বাহনের মতো চাকায় চলতে ...
কিভাবে স্মার্ট হবেন? ২০২৪ সালে আপনার সম্ভাবনা তৈরী করুন

কিভাবে স্মার্ট হবেন? ২০২৪ সালে আপনার সম্ভাবনা তৈরী করুন

ছাইলিপি আর্টিকেল ডেস্ক ২০২৪ সালেও যদি আপনি স্মার্ট না হন। তাহলে দেখে নিন কিভাবে হতে পারেন স্মার্ট? বুদ্ধিমত্তা শুধুমাত্র পারিবারিকভাবে নির্ধারিত হয় না; এটি এমন ...
গল্প - আগুন নেভালো বৃষ্টি!

গল্প – আগুন নেভালো বৃষ্টি!

সুমিত রায় বাড়ি থেকে কিছুটা দূরে আজ লালবাবা আশ্রমের মাঠে রথযাত্রা উৎসব। একটানা কয়েকদিন ধরে বৃষ্টির মধ্যেই চলছে উৎসবের সাজো সাজো রব। মন্দিরের সামনের ফাঁকা ...
ছোটগল্প - প্রাপ্তির হাসি

ছোটগল্প – প্রাপ্তির হাসি

তাসফির ইসলাম ইমরান  বৃদ্ধাশ্রমের আরো একটি ঘর বুকিং হয়েছে আজ। সেই সাথে ফাঁকা হয়েছে একটা বাড়ির অপ্রয়োজনীয় উচ্ছিষ্টের মতো কোনো একজন প্রবীণ। এক সময় পুরো ...