মোঃ লিখন হাসান
এ ঘর এমন একটা ঘর
যেখানে রয়েছে আলো- আঁধার
রয়েছে হালকা শীতল বায়ু।
এ ঘরে রয়েছে,বহু মানুষের ভালোবাসা
আছে হাজারো মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা।
এ ঘরে দিন দুপুরে জানালা বয়ে আসে আলো
এ ঘরে কেঊ আসে না,
আসে শুধু জল্লাদ বাবু।
মাঝে মাঝে কারো খুঁজ পেয়ে যায় স্বজন
নিয়ে যায় দেহ করে দাফন।
এ ঘরের দরজা খোলার শব্দ,ভীষণ ভয়ানক
একলা ভিতরে আসার হয় না কারো সাহস।
সে ঘরের প্রত্যেক বিছানা তে আছে শুয়ে কিছু মানুষ।
ঘুমিয়ে আছে কিছু স্বপ্ন, কারো বা সাহস।
কেউ শুয়ে আছে বছর কয়েক ধরে,
নেউ খুঁজ ছেলে-মেয়ে বহু দূরে।
দেখি কেউ আবার চলে যায়,
সাদা কাপড়ে মুড়ে লাশ বাহী গাড়ি করে
কারো বা হয় দাফন বেওয়ারিশ বলে।