ফাহিম পবন
যে গুলিতে শব্দ নেই…
গানপাউডার এর কোন গন্ধ নেই,
বারুদ হীনতায় যে বুলেট শুন্য,
সেই একটা গুলি চললেই কেবল দুইটা লাশ।
এ লাশ তোমার আমার…
প্রেম বিদ্রোহ বিক্ষোভ মিছিলে হারিয়ে যাওয়া লাশ,
এমন লাশের গন্ধ বাতাসে থাকে না,
মৃত্তিকার পরেও বেচে থাকা এই লাশ।
ইন্টারন্যাশনাল আর্ট ইনিস্টিউটে এ লাশের ছবি থাকবে না,
ন্যাশনাল মিউজিয়াম এ কংকাল থাকবে না,
রাস্তার মোড়ে ভাস্কর্য বসানো হবে না,
হ্যা এ লাশ লাল পতাকায় ডাকা লাশ।
সরকারি হুকুম পরলেই শহরের বুকে আগুন!
মানি নে, এ শহর আমার আমি শান্তি প্রিয়।
কথা বলতে চাওয়া মুখ চেপে বসলে!
আমি লেখক আমার কলম থামে নি,
আমি আর্টিস্ট আমার তুলি বসে নেই,
দেয়ালে বিক্ষোভ মিছিলের ডাক আসবেই।
মিছিলে বিকট শব্দ, আকাশে যুদ্ধ বিমান
হৈ-চৈ চিৎকার, পুলিশি লাঠির শব্দ,
টিয়ারগ্যাস এর ধোয়া, চোখ নিভু অজ্ঞান
দূর রাজপথে গুলির শব্দ।
সেই একটা গুলি চললেই দুইটা লাশ,
এ লাশ তোমার আমার।