লুনা রাহনুমার দুটি কবিতা

লুনা রাহনুমার দুটি কবিতা

প্রেম 

অভিযোগগুলো তোলা থাক (আজ)

অনুযোগের খাতা বন্ধ; 

হৃদয়ে হৃদয় জড়িয়ে দুজন – 

হয়ে যাবো প্রেমে অন্ধ।

 

মাতোয়ারা হই আমরা এসো

চাঁদের আলোতে সিক্ত;

তোমার আমার দু`চোখ ভরে

প্রেম ভেসে যাক আরক্ত।  

 

চতুর্পাশের কোলাহল মুখর 

মানুষগুলো থাক আজ নির্বাক; 

গোপন অভিসারের চুক্তি মাফিক 

চুমুগুলোর বিনিময় হয়ে যাক। 

 

ভালোবাসাবাসির দেন দরবারে 

কাক পক্ষীও সাক্ষী রাখিনি আমরা; 

প্রেমাসক্ত যুগল ভাঙেনি আগল

ভেঙেছে দ্বিধা, সংকোচের ঝড়-ঝঞ্ঝা। 

 

আমাদের প্রেম উত্তাল প্রবল

তাই নীরবতাই শ্রেয়:

বলে যাক লোকে 

বকে যাক মুখে

অভিসম্পাতে করুক জর্জরিত।

 

বুকের ভেতর প্লাবনে প্লাবনে

নিবিড় মাখামাখি উচ্ছল বর্ষণে, 

এই কথা শুধু   –

আমি জানি আর তুমি জানো।  

 

ভুলে যাওয়া নাম 

বলা হয়নি তখনো তাকে, বাসে ভীড়ে গ্রীষ্মকালে

কদাচ জমেছিল শুকনো  ধুলো, আলুয়িত বাদামি চুলে। 

বলিনি কখনো ব্যাকুল হয়ে, কতটা মুখর বুকের ভেতর

তপ্ত কঠিন চাহনি দিয়ে, লুকিয়ে রেখেছি ব্যাগ্র প্রণয়।

বৈশাখ গেলে জৈষ্ঠ্য আসে, কথার পরে কথা জমে

বলা যায় না এমন কথা, অবাধ্যতার কড়া নাড়ে।

তোমার জন্য সেনাকুন্জ, সাজলো যেদিন ফুলে

বাসি ফুলের একটি কাঁটা, বিঁধলো কাহার বুকে?

এখন আমার একলা জীবন, নিজের সঙ্গে বোঝাপড়া

তোমার ছায়া দেয়াল জুড়ে, যদিও সেসব মনের গড়া। 

তোমার সময় কাটছে কেমন, বাহুল্য আর নাশে

আমার জন্য একটু হেসো, সন্ধ্যায় না হয় সাঁঝে।

বলা হয়নি কখনো তোমায়, বলবো না আর জানি

এই জীবনের প্রেমিক পুরুষ, বন্ধু তোমায় মানি।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
মর্গের চিঠি

মর্গের চিঠি

আশিক মাহমুদ রিয়াদ বাতাসে নগ্ন হাসি ভগ্নাশয়ে অন্ধকারে কে হাত বাড়ায় কৃশকায়? মর্গে পড়ে আছে এক বন্দী শরীর লাশের ভীড়ে সে এক কৃকলাস তুমি তবুও ...
আড়ালে

আড়ালে

জোবায়ের রাজু কোন এক অজ্ঞাত কারনে আমরা সালাউদ্দিনকে যেমন ‘ছালু’ নামে ডাকি, তেমনি কোন এক অজ্ঞাত কারনে আমাদের সংসারে ছালু কেমন জানি অবহেলার পাত্র হয়ে ...
ঈদের সেরা সালামি স্ট্যাটাস ২০২৪

ঈদের সেরা সালামি স্ট্যাটাস ২০২৪

ঈদ মুসমানদের প্রধান দু’টি উৎসবের একটি। ঈদ আসলেই বেড়ে যায় আনন্দ ও উৎসবে মাতোয়ারা হয় সবাই। ‘ঈদের সালামি’ কিন্তু অত্যন্ত আনন্দকর একটি বিষয়। পরিবারের বড়কোন ...
লুনা রাহনুমার দুটি কবিতা

লুনা রাহনুমার দুটি কবিতা

প্রেম  অভিযোগগুলো তোলা থাক (আজ) অনুযোগের খাতা বন্ধ;  হৃদয়ে হৃদয় জড়িয়ে দুজন –  হয়ে যাবো প্রেমে অন্ধ।   মাতোয়ারা হই আমরা এসো চাঁদের আলোতে সিক্ত; ...
মায়াজাল- হিরন্ময় মন্ডল

মায়াজাল- হিরন্ময় মন্ডল

 হিরন্ময় মন্ডল সবুজের সমারোহে কোকিলের কোলাহলে একলা এক বুলবুলি উড়ে আসে এক বুক স্বপ্ন নিয়ে। বড় অপছন্দের পাখি, বড়ই নিম্নমানের তবু সবুজ আপন ভাবের ভাতি ...
রাতের আঁধারে

রাতের আঁধারে

জোবায়ের রাজু লোপার আজকাল মনে হয় সে তার জীবনের একমাত্র শেষ আশ্রয়টুকু হারাতে বসেছে। জীবনের প্রতি আজ তার বড়ই বিতৃষ্ণা। কিন্তু এমনটি প্রত্যাশা সে কখনোই ...