লুনা রাহনুমার দুটি কবিতা

লুনা রাহনুমার দুটি কবিতা

প্রেম 

অভিযোগগুলো তোলা থাক (আজ)

অনুযোগের খাতা বন্ধ; 

হৃদয়ে হৃদয় জড়িয়ে দুজন – 

হয়ে যাবো প্রেমে অন্ধ।

 

মাতোয়ারা হই আমরা এসো

চাঁদের আলোতে সিক্ত;

তোমার আমার দু`চোখ ভরে

প্রেম ভেসে যাক আরক্ত।  

 

চতুর্পাশের কোলাহল মুখর 

মানুষগুলো থাক আজ নির্বাক; 

গোপন অভিসারের চুক্তি মাফিক 

চুমুগুলোর বিনিময় হয়ে যাক। 

 

ভালোবাসাবাসির দেন দরবারে 

কাক পক্ষীও সাক্ষী রাখিনি আমরা; 

প্রেমাসক্ত যুগল ভাঙেনি আগল

ভেঙেছে দ্বিধা, সংকোচের ঝড়-ঝঞ্ঝা। 

 

আমাদের প্রেম উত্তাল প্রবল

তাই নীরবতাই শ্রেয়:

বলে যাক লোকে 

বকে যাক মুখে

অভিসম্পাতে করুক জর্জরিত।

 

বুকের ভেতর প্লাবনে প্লাবনে

নিবিড় মাখামাখি উচ্ছল বর্ষণে, 

এই কথা শুধু   –

আমি জানি আর তুমি জানো।  

 

ভুলে যাওয়া নাম 

বলা হয়নি তখনো তাকে, বাসে ভীড়ে গ্রীষ্মকালে

কদাচ জমেছিল শুকনো  ধুলো, আলুয়িত বাদামি চুলে। 

বলিনি কখনো ব্যাকুল হয়ে, কতটা মুখর বুকের ভেতর

তপ্ত কঠিন চাহনি দিয়ে, লুকিয়ে রেখেছি ব্যাগ্র প্রণয়।

বৈশাখ গেলে জৈষ্ঠ্য আসে, কথার পরে কথা জমে

বলা যায় না এমন কথা, অবাধ্যতার কড়া নাড়ে।

তোমার জন্য সেনাকুন্জ, সাজলো যেদিন ফুলে

বাসি ফুলের একটি কাঁটা, বিঁধলো কাহার বুকে?

এখন আমার একলা জীবন, নিজের সঙ্গে বোঝাপড়া

তোমার ছায়া দেয়াল জুড়ে, যদিও সেসব মনের গড়া। 

তোমার সময় কাটছে কেমন, বাহুল্য আর নাশে

আমার জন্য একটু হেসো, সন্ধ্যায় না হয় সাঁঝে।

বলা হয়নি কখনো তোমায়, বলবো না আর জানি

এই জীবনের প্রেমিক পুরুষ, বন্ধু তোমায় মানি।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বাঙালী মুসলমানের মন এবং চিন্তা যুক্তি

বাঙালী মুসলমানের মন এবং চিন্তা যুক্তি

মিরাজুল হক  এই প্রেক্ষিতে  ঘটনাটি  খুবই উল্লেখযোগ্য । সময়টা ১৯১০ সাল । সংস্কৃতে অনার্স নিয়ে বি এ পাশ করার পর , কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতে এম ...
ধারাবাহিক গল্প-অচিনপুরের দেশে-পর্ব-১

ধারাবাহিক গল্প-অচিনপুরের দেশে-পর্ব-১

[মুখবন্ধ: করোনা কবলিত বদ্ধ জীবনে কিছুটা একঘেয়েমি কাটানোর জন্যেই এই গল্প গল্প খেলাটি আমার প্রিয় দিদি-সহকর্মী পাঞ্চালী মুখোপাধ্যায়ের সাথে শুরু করেছিলাম৷ দিদির আন্তরিক আগ্রহ ও ...
ঈদের চাঁদ

ঈদের চাঁদ

মহীতোষ গায়েন কারখানার গেটে তালা,তার উপর লকডাউন… গেল বছর থেকে কাশেম ভাইয়ের কাজে যাওয়া বন্ধ… বুড়ো বটগাছতলায় বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে সে… রোজার উপবাস তাই ...
হাসির গল্প - পঙ্কু দাদু

হাসির গল্প – পঙ্কু দাদু

সাকিব হোসেন নাঈম এলাকার দশজন ধনী ব্যক্তির তালিকা করলে দু তিন নাম্বারে আসে পঙ্কু দাদুর নাম। তার প্রকৃত নাম কেউই জানেনা কারণ তার ‘পঙ্কু দাদু’ ...
বেহেস্ত- শুভাঞ্জন চট্টোপাধ্যায়।

বেহেস্ত- শুভাঞ্জন চট্টোপাধ্যায়।

  শুভাঞ্জন চট্টোপাধ্যায়   সন্ধ্যা নেমে এসেছে বেশ খানিকক্ষণ আগে। পূর্ণিমার তারাগুলো যেন ঝলমল করছে মর্মর সৌধের বুকে। প্রধান ফটকের ভেতর দিয়ে এগিয়ে গেলাম। সামনে ...
একদিন করোনা শেষে

একদিন করোনা শেষে

Iমোস্তাফিজুর রহমান হিমেল   একদিন আধার রাতের অন্তিমে অভিশপ্ত করোনার শেষে, আমরা সবাই স্বাধীন বেশে  মুখে হাঁসি বুকে বল, করবো মোরা আলিঙ্গন।   লাঙ্গল কাধে ...