প্রেম
অভিযোগগুলো তোলা থাক (আজ)
অনুযোগের খাতা বন্ধ;
হৃদয়ে হৃদয় জড়িয়ে দুজন –
হয়ে যাবো প্রেমে অন্ধ।
মাতোয়ারা হই আমরা এসো
চাঁদের আলোতে সিক্ত;
তোমার আমার দু`চোখ ভরে
প্রেম ভেসে যাক আরক্ত।
চতুর্পাশের কোলাহল মুখর
মানুষগুলো থাক আজ নির্বাক;
গোপন অভিসারের চুক্তি মাফিক
চুমুগুলোর বিনিময় হয়ে যাক।
ভালোবাসাবাসির দেন দরবারে
কাক পক্ষীও সাক্ষী রাখিনি আমরা;
প্রেমাসক্ত যুগল ভাঙেনি আগল
ভেঙেছে দ্বিধা, সংকোচের ঝড়-ঝঞ্ঝা।
আমাদের প্রেম উত্তাল প্রবল
তাই নীরবতাই শ্রেয়:
বলে যাক লোকে
বকে যাক মুখে
অভিসম্পাতে করুক জর্জরিত।
বুকের ভেতর প্লাবনে প্লাবনে
নিবিড় মাখামাখি উচ্ছল বর্ষণে,
এই কথা শুধু –
আমি জানি আর তুমি জানো।
ভুলে যাওয়া নাম
বলা হয়নি তখনো তাকে, বাসে ভীড়ে গ্রীষ্মকালে
কদাচ জমেছিল শুকনো ধুলো, আলুয়িত বাদামি চুলে।
বলিনি কখনো ব্যাকুল হয়ে, কতটা মুখর বুকের ভেতর
তপ্ত কঠিন চাহনি দিয়ে, লুকিয়ে রেখেছি ব্যাগ্র প্রণয়।
বৈশাখ গেলে জৈষ্ঠ্য আসে, কথার পরে কথা জমে
বলা যায় না এমন কথা, অবাধ্যতার কড়া নাড়ে।
তোমার জন্য সেনাকুন্জ, সাজলো যেদিন ফুলে
বাসি ফুলের একটি কাঁটা, বিঁধলো কাহার বুকে?
এখন আমার একলা জীবন, নিজের সঙ্গে বোঝাপড়া
তোমার ছায়া দেয়াল জুড়ে, যদিও সেসব মনের গড়া।
তোমার সময় কাটছে কেমন, বাহুল্য আর নাশে
আমার জন্য একটু হেসো, সন্ধ্যায় না হয় সাঁঝে।
বলা হয়নি কখনো তোমায়, বলবো না আর জানি
এই জীবনের প্রেমিক পুরুষ, বন্ধু তোমায় মানি।