লুৎফুজ্জামান বাবর এখন কোথায়?

লুৎফুজ্জামান বাবর এখন কোথায়?

বাংলাদেশীদের রক্তে রক্তে যে বিপ্লব, সেটি আবারও প্রমাণ হয়ে গিয়েছে। যদি বলা হয় বিপ্লবের রঙ কি তাহলে বলতে হবে, বিপ্লবের রং লাল সবুজ। বাংলাদেশীরা তাই এখন গোটা দক্ষিণ এশিয়ায় অণুকরণীয় হয়ে উঠেছে। কারণ কোটা আন্দোলন থেকে শুরু করে সরকার পতনের আন্দোলন, সব মিলিয়ে ভৌগলিকভাবে বাংলাদেশের জনগণ তাদের শিরদাড়া আরও একবার উঁচিয়ে দেখিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশের এমন অগ্রগতি দেখে নতুন কূটনৈতিক কৌশল অবলম্বন করছে ভারত। ড. ইউনূস নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার নেওয়ার পর সীমান্তে নীরাবতা ভেঙেছে বাংলাদেশ। অর্থাৎ গুলি বর্ষণ করেছে বিজিবি। তারপরেই যেনো আগুন লেগেছে ভারতীয় মিডিয়ায়, এরপরই মোদি ফোন দিয়েছে ড. ইউনূসকে। সমর্থন জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি।

প্রশ্ন যখন ভারতকে অশান্ত করার ঠিক তখনই উঠে আসবে একটি নাম। লুৎফুজ্জামান বাবর, যিনি বিএনপির আমলে সরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার বিখ্যাত একটি ডায়ালগ আজও বেশ ভাইরাল, উই আর ওপেন। উই আর লুকিং ফর শত্রুজ।

কথিত আছে,
লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম। লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতে অস্থিতিশীল করে দিয়েছিলেন। চীন-পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন। ২০০৪ সালে তিনি ১০ ট্রাক ভর্তি অস্র-গোলাবারুদ, রকেটের লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিলেন। তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে। অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল। আর সেখানের আন্দোলনকারীদের ১০ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর। কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি।

বাংলাদেশ তিন দিক থেকে ভারত দ্বারা পরিবেষ্টিত। তবে বাংলাদেশের কারণে ভারতের ৭টি গুরুত্বপূর্ণ রাজ্য দেশটির মানচিত্র থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে আছে। বাংলাদেশের উত্তর-পূর্ব দিকে থাকা এই রাজ্যগুলো হলো মেঘালয়, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ। এই সাতটি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। এই সাতটি রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডোর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়েছে। এই ভূখণ্ডের আকৃতি মানচিত্রে দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো বলে, একে চিকেন্স নেক বলা হয়।

সেভেন সিস্টার্স রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে কৌশলগতভাবে খানিকটা দুর্গম হাওয়ায় উপমহাদেশের রাজনীতিতে এই অঞ্চলের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসের একটি বক্তব্যের জের ধরে, সেভেন সিস্টার্স হঠাৎ করেই বেশ আলোচনায় উঠে এসেছে।

খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ২০০১-২০০৬ সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র ও গোলাবারুদের চালান আটক করা হয় ২০০৪ সালের পহেলা এপ্রিল রাতে। দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্রপথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার জেটিতে।

সেই ঘটনার পরে ভারতের কর্মকর্তারা মনে করেছিলেন, এতো বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অস্ত্র ঢুকেছে। দশ ট্রাক অস্ত্র আটকের বিষয়টি চোখে আঙুল দিয়ে সেটি দেখিয়ে দিয়েছে।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছেন, লুৎফজ্জামান বাবর। বাবরের মুক্তির দাবিতে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থানে হচ্ছে সমাবেশ।লুৎফুজ্জামান বাবরের মুক্তির বিষয়টি এখন চলমান প্রক্রিয়ায় আছে। লুৎফুজ্জামান বাবর কেন ভারতের কাছে আতঙ্কের নাম? সেটি বলার অপেক্ষা রাখে না। গ্রেফতার হওয়া লুৎফুজ্জামান বাবরের নজর ছিলো, ভারতের সাত বোনের দিকে। কথাটি শুনতে খারাপ মনে হলেও, বাবর চেয়েছিলেন ইন্ডিয়ার সেভেন সিস্টার্সে নিজেদের ঘাটি বাণাতে, এমনটাই উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। বিএনপি ক্ষমতায় এলে, বাবর কি একই আশা করবেন? প্রশ্নটা থেকেই যায়।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
আসছে শাওকির নতুন ওয়েবসিরিজ কারাগার !

আসছে শাওকির নতুন ওয়েবসিরিজ কারাগার !

বাংলাদেশের ওয়েবসিরিজ ইন্ড্রাস্ট্রিকে বড়সড় যে ক’টি ওয়েবসিরিজ ধাক্কা দিয়ে সতেজ করে তুলেছিলো তাদের মধ্যে অবশ্যই তাকদীরের নাম আগে উঠে আসবে। তাকদীর সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ...
বোকা

বোকা

মোহাম্মদ হোসেন আসিফ ওকে ক্যাবলার মতন হা করে পরিপূর্ণ নয়নে দর্শন করে আপন হিয়ার মাঝে পুলক জাগিয়েছিল এক বিয়ের অনুষ্ঠানে। প্রথম দেখাতেই মুগ্ধতার আবেশ ছড়িয়ে ...
প্রেমের গল্প - ওড়না

প্রেমের গল্প – ওড়না

জোবায়ের রাজু মেজো মামার মেয়ে লামিয়া আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। ওর প্রোফাইল পিকচার দেখে আমি তো অবাক। লামিয়া এতো বড় হয়ে গেল! অবশ্য অনেক ...
লোকটির চলে যাওয়া- প্রিয় রহমান আতাউর   

লোকটির চলে যাওয়া- প্রিয় রহমান আতাউর   

প্রিয় রহমান আতাউর    চলে গেলেন কার্তিকের শেষ রাতে- উচ্ছিষ্টভোগী কাকগুলো ডেকে চলেছে তখনো কা কা রবে! ঝিঁঝিঁ পোকারাও ছেড়ে গেছে ফনি মনসার ঝোপ! দীপাবলি রাতে পাতিহাঁসের ...
রনির সাথে দেখা

রনির সাথে দেখা

জোবায়ের রাজু হঠাৎ ফেসবুক থেকে উদাও হয়ে গেল রনি। ওকে কোথাও পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ সময়ে ফোন বন্ধই থাকে। ও সাধারণত এমন না। ফেসবুকে হোক ...
বংশী বাজায় কে?

বংশী বাজায় কে?

জোবায়ের রাজু উপন্যাসের শেষের অংশটি পড়তে পড়তে কখন যে রাত বারোটা বেজে গেলো, টের পায়নি তাসলিমা। সালেহা বেগম দৌড়ে এসে মেয়ের পাশে দাঁড়িয়ে ব্যাকুল গলায় ...